সম্প্রতি জার্মানিতে ক্রিসমাস মার্কেটে যে হামলার ঘটনা ঘটেছে, এদিন তাঁর নিন্দা জানান প্রধানমন্ত্রী। উল্লেখ করেন, ২০১৯ সালে শ্রীলঙ্কার ইস্টার বম্বিং-এর কথাও।ক্যাথলিক বিশপ কনফারেন্স হাজির প্রধানমন্ত্রী, বললেন বাইবেলের শিক্ষার কথা


বড়দিনের অনুষ্ঠানে ‘ক্যাথলিক বিশপ কনফারেন্স অব ইন্ডিয়া’র অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে প্রথম কোনও প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে গিয়ে বক্তব্যও পেশ করেন নরেন্দ্র মোদী।


গত সোমবার দিল্লিতে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। বড়দিনে সেই অনুষ্ঠানের ভিডিয়ো এক্স মাধ্যমে প্রকাশ করেছেন মোদী। মঞ্চে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।


সম্প্রতি জার্মানিতে ক্রিসমাস মার্কেটে যে হামলার ঘটনা ঘটেছে, এদিন তাঁর নিন্দা জানান প্রধানমন্ত্রী। উল্লেখ করেন, ২০১৯ সালে শ্রীলঙ্কার ইস্টার বম্বিং-এর কথাও। প্রধানমন্ত্রী জানান, খ্রিস্টান শিক্ষার সঙ্গেই মিলে যায় ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান। মোদীর বক্তব্যে উঠে আসে, কীভাবে বাইবেলে বলা হয়েছে, একে অপরের ভার বহন করতে হয়। গোটা বিশ্বকে নিঃশর্ত ভালবাসা ও দয়ার শিক্ষা দিয়ে গিয়েছেন যীশু খ্রিস্ট।

দেশের অর্ধেকের বেশি চার্চ রয়েছে এই ‘ক্যাথলিক বিশপ কনফারেন্স অব ইন্ডিয়া’র অধীনে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours