মসজিদের উপর বৈজ্ঞানিক বা অবৈজ্ঞানিক কোনওরকম সার্ভের অনুমতি দিতে পারবে না কোনও নিম্ন আদালত। এই নির্দেশও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।
মন্দির-মসজিদ-গির্জা নিয়ে বড় ‘নির্দেশ’, ৪ সপ্তাহের ‘ডেডলাইনে’ কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
চাপানউতোর-জল্পনা চলছিলই। এরইমধ্যে গোটা দেশের সমস্ত উপাসনালয় অর্থাৎ মন্দির-মসজিদ-গির্জায় সমীক্ষায় স্থগিতাদেশ দিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কেন্দ্র এ নিয়ে ভাবছে তাও জানতে চাওয়া হয়েছে। দেওয়া হয়েছে চার সপ্তাহের সময়। তার মধ্যেই কেন্দ্রকে নিজের অবস্থান জানাতে বলেছে শীর্ষ আদালত।
একইসঙ্গে এও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সর্বোচ্চ আদালতের শুনানি হওয়া পর্যন্ত দেশের কোনও নিম্ন আদালত নতুন করে কোনও পিটিশন গ্রহণ করতে পারবে না। সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত অন্তর্বর্তী কোনও নির্দেশও দিতে পারবে না নিম্ন আদালতগুলি। পাশাপাশি সর্বোচ্চ আদালতে শুনানি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ আদালতেও নতুন করে এই বিষয়ে কোনও আবেদন গৃহীত হবে না বলেও উপাসনালয় আইন মামলার শুনানিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
Post A Comment:
0 comments so far,add yours