মহিলা ও পুরুষদের সমান সমান অধিকারের দাবিতে আজ অনুষ্ঠিত হলো একটি সমাবেশ


দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার নামখানা একাডেমী স্কুল পার্শ্ববর্তী একটি কুঠিরে কয়েক হাজার মহিলারা, পুরুষ ও মহিলাদের সমান সমান অধিকারের দাবি নিয়ে একটি সমাবেশ করে।  

তাদের মূল বক্তব্য রাজ্যজুড়ে পুরুষরাই অধিকার বেশিপায়, নারীরা কেন পাবে না পুরুষদের মতন সমান অধিকার। তাদের ও সমান অধিকার দিতে হবে, এই দাবিতে সমাবেশের আয়োজন করেন "রূপান্তর ফাউন্ডেশন"। এমনকি এই বিষয় নিয়ে সাংস্কৃতিক ভাবে বিভিন্ন নাচে গানে, নাটকের মধ্য দিয়ে এই সমাবেশ করা হয়। এই সমাবেশের মাধ্যমে সমস্ত পিছিয়ে পড়া মহিলাদেরকে বার্তা দেওয়া হয়, পুরুষদের মতন কাঁদে কাঁধ মিলিয়ে চললে মহিলারও সমান অধিকার পাবে, অধিকারের লড়াইতে আজ সমস্ত মহিলারা একত্রিত হয়েছে। 

স্টাফ রিপোর্টার মুন্না সরদার 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours