গোয়াল ঘরে চলছে "আইসিডিএস সেন্টার"।।



দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার শিবনগর আবাদ এলাকার ৩১৯ নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস সেন্টার বিগত কয়েক বছর ধরে চলছে গোয়াল ঘরে। 


আইসিডিএস সেন্টার এর শিক্ষিকা ও সহায়িকার অভিযোগ বিগত কুড়ি বছরের আগে এই আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে তারপর থেকেই আইসিডিএস সেন্টার গড়ে উঠলেও তার কোন স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়নি। যার কারণে ঐ শিবনগর আবাদ এলাকার কল্যাণী তুঙ্গে নামে এক এলাকাবাসীর তার বাবার মৃত্যুর প্রায় দশ বছর আগে ওই আইসিডিএস সেন্টারটি একটি স্থায়ী ঘর করে দেওয়ার জন্য তিনি নিজেই বিনা স্বার্থে একটি জায়গা ও ওই আইসিডিএস সেন্টারকে দানপত্র করেন।


 তারপরেও ওই আইসিডিএস সেন্টার কোনক্রমে গড়ে না ওঠায় তিনি বেঁচে থাকার পরেও কিংবা এখনো ওনার পরিবারের লোকজনেরা ওই আইসিডিএস সেন্টারটি চালানোর জন্য তাদের বাড়ির পাশে গোয়ালঘর দিয়ে যাচ্ছেন, তবে কল্যাণী তুঙ্গের অভিযোগ তিনি বিগত ১০ বছর আগে তিনার পিতা বেঁচে থাকার সময় থেকে যদি আইসিডিএস সেন্টার তৈরি করার জন্য বিনা স্বার্থে সেন্টার তৈরি করার জন্য জায়গা দানপত্র করেন তারপরেও কি কারনে আইসিডিএস সেন্টার টি গড়ে উঠবে না।
এমনকি ওই আইসিডিএস সেন্টার এর অভিভাবক অভিভাবকদের অভিযোগ বিগত কুড়ি বছর ধরে এইরকম গোয়াল ঘরে চলছে, আইসিডিএস সেন্টারটির জন্য ওনারা বহুবার ওই আইসিডিএস সেন্টার এর সহায়িকা কিংবা শিক্ষিকাকে নিয়ে বহু পঞ্চায়েত বিডিও অফিস জানিয়েছেন তবে এখনো পর্যন্ত সেখানে কোন আইসিডিএস সেন্টারের বাড়ি গড়ে ওঠেনি, যার ফলে বর্ষার,শীত কিংবা গরমের সময় যেখানে রান্না হয় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে ওই আইসিডিএস সেন্টারে তৈরি যে খাওয়ার কখনো পোকা কখনো টিকটিকি পড়তেই থাকে, এমনকি এই আইসিডিএস সেন্টারের স্থায়ী ঘর না থাকার কারণে কেবলমাত্রই আইসিডিএস সেন্টারে সহায়িকা কিংবা শিক্ষিকা আসে আইসিডিএস সেন্টারের যে খাবার সেই খাবার দেয়ার জন্য কোন প্রকারে এই আইসিডিএস সেন্টারে পড়াশোনা করানোর হয় না।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours