পারথ টেস্টে যদিও মনে করা হয়েছিল, খেলানো হবে রবিচন্দ্রন অশ্বিনকে। অভিজ্ঞতা এবং প্রতিপক্ষর ব্যাটিং কম্বিনেশন থেকেই এই পরিকল্পনা। তবে একাদশে দুই সুপারস্টারের কেউ নয়, সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর।


রকস্টার' রবীন্দ্র জাডেজাকে প্র্যাক্টিস ম্যাচে নামিয়ে বড় ইঙ্গিত!


পারথ টেস্টে ভারতের একাদশ বাছাই চমকে দিয়েছিল। প্র্যাক্টিস সেশন বা গুঞ্জন থেকে একটা বিষয় পরিষ্কার ছিল, এক স্পিনার খেলাবে ভারত। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও হর্ষিত রানার পেস আক্রমণ। সঙ্গে একজন পেস বোলিং অলরআউন্ডার নীতীশ রেড্ডি। একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অশ্বিন না রবীন্দ্র জাডেজা এই নিয়ে দ্বন্দ্ব ছিল। বিদেশের মাটিতে টেস্টে গত কয়েক বছরের পরিসংখ্যান বলবে, এক স্পিনারে অগ্রাধিকার পেয়েছেন রবীন্দ্র জাডেজা। পারথ টেস্টে যদিও মনে করা হয়েছিল, খেলানো হবে রবিচন্দ্রন অশ্বিনকে। অভিজ্ঞতা এবং প্রতিপক্ষর ব্যাটিং কম্বিনেশন থেকেই এই পরিকল্পনা। তবে একাদশে দুই সুপারস্টারের কেউ নয়, সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। গোলাপি টেস্টের আগে যেন প্র্যাক্টিস ম্যাচে ওয়াশিংটন সুন্দর বনাম রবীন্দ্র জাডেজার মহড়া দেখা গেল!

ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে টস জিতে বোলিং নিয়েছিল ভারতীয় টিম। সিরাজ, আকাশ দীপ, হর্ষিত, প্রসিধ কৃষ্ণর মতো পেসারদের পর আক্রমণে স্পিনার ওয়াশিংটন সুন্দর। ইনিংসের শেষ দিকে হঠাৎই মাঠে নামানো হয় রকস্টার রবীন্দ্র জাডেজাকে। ৫ ওভারে ৩২ রান দিলেও নিয়েছেন ১টি উইকেট। তাঁর সবচেয়ে শক্তিশালী জায়গা ফিল্ডিংয়ে অনবদ্য। ওয়াশিংটন একমাত্র উইকেট পান জাডেজার অনবদ্য ক্যাচেই। তাতেই ৪৩.২ ওভারে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশ অলআউট ২৪০ রানে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours