২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া-রণবীর। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করার সময় প্রেম শুরু এই দুই তারকার। তারপর দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন তাঁরা।
বড়দিনে আবারও বড় চমক রাহার, এবারও সকলকে কী সারপ্রাইজ দিল রালিয়া কন্যা
২৫ ডিসেম্বর, ২০২৪ সালে প্রথম সকলকে সারপ্রাইজ দিয়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। প্রকাশ্যে এনেছিলেন তাঁদের বছর একের রাহা কাপুরকে। একবছর পর আরও একবার ফিরল সেই ছবি। বাবা মায়ের হাত ধরে সামনে এল রাহা। কাপুর পরিবারের চোখের মণি। পাপারাৎজিদের সঙ্গে পরিচয় ঘটেছিল আগেই। এবার সকলের উদ্দেশে হাত নাড়তেও দেখা গেল তাকে। সঙ্গে জানালো মেরি ক্রিসমাস। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি।
২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া-রণবীর। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করার সময় প্রেম শুরু এই দুই তারকার। তারপর দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন তাঁরা। বিয়ের কয়েক মাস পরই সুখবর দিয়েছিলেন আলিয়া। সেই বছরই নভেম্বর মাসের ৬ তারিখ আলিয়ার কোল আলো করে জন্ম নেয় রাহা।
মেয়েকে ১৩ মাস লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন আলিয়া। ২০২৩ সালের ডিসেম্বরের ২৫ তারিখ, অর্থাৎ বড়দিনে কন্যাকে পাপারাৎজ়িদের সামনে আনেন তারকা-দম্পতি। তাকে দেখে মুগ্ধ হয়ে ওঠেন নেটিজ়েনরা। আলিয়ার নীল চোখ দেখে অনেকেই তাকে রণবীরের ঠাকুরদা কিংবদন্তি অভিনেতা-প্রযোজক রাজ কাপুরের সঙ্গে তুলনা করেছেন। ঠাকুরদা ঋষি কাপুরের চেহারার সঙ্গেও অনেকে রাহার মিল খুঁজে পেয়েছেন।
এই রাহার নামকরণ নিয়েও অনেক আলোচনা হয়েছে অতীতে। তার ঠাকুমা, তথা রণবীরের মা অভিনেত্রী নিতু সিং বলেই দিয়েছেন, রাহাকে দেখলে ‘রাহাত’ মেলে। অর্থাৎ, শান্তি। পরিচালক-প্রযোজক করণ জোহর বলেছেন যে, রাহা AI জেনারেটেড বাচ্চা। এতটাই মিষ্টি সে।
Post A Comment:
0 comments so far,add yours