এবার উত্তর কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে গেল বাড়ি, আহত ১
আবার ‘টার্গেট’ হিন্দুরাই! বাংলাদেশে গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, প্রতিবাদে পথে আদিবাসী মহিলারা
তেজপাতা আনতে গিয়েছিল, নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
ওয়েবেলে চাকরি দেওয়া হচ্ছে I-PAC কর্মীদের’, বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এক যুবক ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় এসে দোকানের সামনে বসেছিলেন বছর পঁয়ষট্টির কৌশলা মাহাতো নামে এক প্রৌঢ়াকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভরসন্ধ্যায় রেড লাইট এলাকায় ঢুকে গুলি, গণপিটুনিতে মৃত্যু
রেড লাইট এলাকায় ঢুকে গুলি
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ১৩ নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় গুলি চালনা, ঘটনায় ২৪ ঘণ্টা পরেও গণপ্রহারে মৃত হামলাকারী যুবকের পরিচয় পেল না পুলিশ। পুলিশ তদন্ত শুরু করলেও গোটা ঘটনা নিয়ে অন্ধকারে পুলিশ। হামলাকারীর নাম পরিচয় জানতে পারছে না পুলিশ। বুধবারও এলাকায় গিয়ে দেখা গেল থমথমে পরিবেশ।আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এক যুবক ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় এসে দোকানের সামনে বসেছিলেন বছর পঁয়ষট্টির কৌশলা মাহাতো নামে এক প্রৌঢ়াকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যুবক বেরিয়ে যেতেই উত্তেজিত জনতা তার পিছু নেয়। তখন সে দু রাউন্ড গুলি চালায়। গুলিতে এক কিশোর ছাত্র জখম হয়েছে। তারপর স্থানীয় বাসিন্দাদের গণপ্রহারে মারাত্মক আহত হন ওই যুবক।আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পুলিশ তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও, পরিচয় জানতে পারেনি।
আজ সমাজপাড়ার বাসিন্দাদের উপদেষ্টা ল্যারি বোস বলেন, “সমাজপাড়ার মহিলারা আতঙ্কিত। তারা কয়েকদিন তাদের কাজ বন্ধ রেখেছেন।” এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, “আমরা ভাবতেই পারছি না ভরসন্ধ্যায় এ ধরনের গুলির ঘটনা ঘটছে। আলিপুরদুয়ারে অস্ত্রের আমদানি হচ্ছে।এই ঘটনা আমাদের ভাবাচ্ছে।”
Post A Comment:
0 comments so far,add yours