জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত। বৃহস্পতিবার ওই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এর পর শুক্রবার রায় ঘোষণা করেন তিনি। পাশাপাশি, মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে।
মামলার রায়দানের পর সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘নৃশংস ঘটনা। বিরল ঘটনা। তাই ফাঁসির আবেদন করেছিলাম আমরা। বিচারক দোষীকে ফাঁসির সাজাই দিয়েছেন। এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ডিএনএ প্রোফাইল মিলে গিয়েছে। ফলে সন্দেহের আর কোনও অবকাশই থাকে না।’’
শুক্রবার সকালে মুস্তাকিনের সাজার মেয়াদ নিয়ে শুনানি হয়। সকাল ১২টা ১৫ মিনিট নাগাদ শুরু হয় শুনানি। দু'পক্ষের আইনজীবীর কথা শোনেন বিচারক। শুনানির শুরুতেই মুস্তাকিনের আইনজীবী তাঁর অল্প বয়সের প্রসঙ্গ উল্লেখ করে শুধরানোর সুযোগ দেওয়ার আর্জি জানান। পাল্টা সরকারি আইনজীবী উল্লেখ করেন, নাবালিকাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মেয়েটির শরীরে ৩৮টি আঘাতের চিহ্ন ছিল। মুস্তাকিনকে ক্ষমা করা হলে ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটবে বলে সওয়ালে বলেন সরকারি আইনজীবী। তাঁর বক্তব্যে উঠে এসেছিল নির্ভয়া প্রসঙ্গও।
শেষমেশ সরকার পক্ষের আইনজীবীর ফাঁসির আবেদনই গ্রহণ করেছে আদালত। আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতা নাবালিকার মা। তাঁর চোখেও এ দিন জল দেখা যায়।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours