বিএসএফ কর্তা জানিয়েছেন, শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া যাতে কোনও রকম পদক্ষেপ না করা হয়, সে ব্যাপারে জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি সীমান্তের দায়িত্বে থাকা ব্যাটেলিয়ানকেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।


'গত কয়েক সপ্তাহ ধরে...', রাতে বাংলাদেশ সীমান্তে ঠিক কী হচ্ছে, ফাঁস করলেন বিএসএফ কর্তা
আইজি মনীন্দর সিং পাওয়ার।


ভারত-বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে বেশ কিছুদিন ধরেই। অবশেষে মুখ খুললেন বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনীন্দর সিং পাওয়ার। অনুপ্রবেশের আশঙ্কা কতটা সত্যি? কতটা সতর্ক বিএসএফ, তা নিয়ে উত্তর দিলেন তিনি। জানালেন গত কয়েক সপ্তাহ ধরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সতর্ক করা হয়েছে বিএসএফ-কে।

যে অংশগুলিতে কাঁটাতার নেই, সেগুলি নিয়ে চিন্তা বাড়ছে বলে জানিয়েছেন বিএসএফ-এর অন্যতম শীর্ষকর্তা। তবে সেখানে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশেষ সরঞ্জামেরও ব্যবস্থা করা হয়েছে। বিএসএফ-এর আইজি বলেন, “সীমান্ত পাহারায় গত কয়েক সপ্তাহ ধরে আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে রাতের পাহারায়। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর যে রকম নির্দেশ আছে সেই অনুযায়ী কাজ করা হচ্ছে।”

বর্তমানে বাংলাদেশের ভিতরে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, তা নিয়ে জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ কর্তা জানিয়েছেন, শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া যাতে কোনও রকম পদক্ষেপ না করা হয়, সে ব্যাপারে জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি সীমান্তের দায়িত্বে থাকা ব্যাটেলিয়ানকেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

জাল পাসপোর্ট আটকাতে সীমান্তে অভিবাসন (মাইগ্রেশন) দফতর ও বিএসএফ সর্বদা নজর রেখেছে বলেও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে রাজ্য পুলিশ বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। সিম কার্ড নিয়ে যদি কোনও ইস্যু হয়ে থাকে, সেটাও বিএসএফ-এর তরফে দেখা হচ্ছে। তবে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর সীমান্তে এতটাই শক্ত নজরদারি বাড়ানো হয়েছে, তাতে দুষ্কৃতীরা এত সাহস পাবে বলে মনে করছে না বিএসএফ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours