বড় দুর্ঘটনার মুখে অক্ষয়! 'হাউজফুল ৫'-এর ফ্লোরে কী ঘটল?
এই মুহূর্তে হাউজফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্বের শুটিং নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার। শুটিং করতে গিয়েই বড়সড় দুর্ঘটনার মুখে মিস্টার খিলাড়ি। গুরুতর আহত হয়েছেন অভিনেতা। ক্ষতিগ্রস্ত হয়েছে নায়কের চোখ। প্রতিদিনের মতো শুটিং করছিলেন অক্ষয়। শুটিংয়ের মাঝেই ঘটে ঘটনা। চোখে বড় আঘাত পেয়েছেন নায়ক। কী হয়েছে?
বলিসূত্রে খবর, হাউজফুল ৫-এর একটি কঠিন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। সেই সময়ই তাঁর চোখে কিছু একটা উড়ে এসে পড়ে। তড়িঘড়ি ডাকা হয় চিকিত্সক। প্রাথমিক চিকিত্সকের পর অক্ষয়ের চোখে ব্যান্ডেজ করে দেওয়া হয়। নায়ককে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তবে শুটিং বন্ধ রাখতে চাইছেন না নায়ক। দ্রুত ফ্লোরে ফিরতে চাইছেন। আপাতত অক্ষয়কে ছাড়াই শুটিং হবে বলে শোনা যাচ্ছে। একেবারে শেষ পর্যায়ের শুটিং বাকি। তাই শেষ কাজটুকু ফেলে রাখতে চাইছেন না নায়ক।
ছবিটির পরিচালনা করছেন তরুণ মানসুখানি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। থাকবেন নানা পটেকর, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ের মতো অভিনেতারাও।
Post A Comment:
0 comments so far,add yours