ইন ইন্ডিয়া শুরুর পর ১০ বছর কেটে গিয়েছে। দেশি-বিদেশি বহু শিল্প সংস্থা ভারতে তাদের পণ্য উৎপাদনে জোর দিয়েছে। এবার প্রধানমন্ত্রী মোদী মেক ইন ইন্ডিয়া নীতির উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মোদীর এক সিদ্ধান্তে বদলে গিয়েছে ভারত, আরও টাকা ঢালতে চাইছেন পুতিন
নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন (ফাইল ফোটো)
ভারতে পণ্য উৎপাদন করে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার আহ্বান। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই শিল্প সংস্থাগুলির কাছে এই আহ্বান জানান নরেন্দ্র মোদী। শুরু করেন ‘মেক ইন ইন্ডিয়া’। বিশ্বের যে প্রান্তেই গিয়েছেন, সেখানে ভারতে পণ্য উৎপাদনের জন্য শিল্প সংস্থাগুলিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেক ইন ইন্ডিয়া শুরুর পর ১০ বছর কেটে গিয়েছে। দেশি-বিদেশি বহু শিল্প সংস্থা ভারতে তাদের পণ্য উৎপাদনে জোর দিয়েছে। এবার প্রধানমন্ত্রী মোদী মেক ইন ইন্ডিয়া নীতির উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
‘মেক ইন ইন্ডিয়া’-র প্রশংসা করে পুতিন বলেন, “ভারতে উৎপাদন ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের উদ্যোগে স্থিতিশীল অবস্থা রয়েছে। ভারতকে অগ্রাধিকার দেওয়ার নীতির ফলেই তা হয়েছে।” মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগ রাশিয়ারও রয়েছে বলে মন্তব্য করেন পুতিন।
সম্প্রতি রাশিয়ার তেল উৎপাদন সংস্থা রসনেফট ভারতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। সেকথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ার প্রধান বিনিয়োগের জায়গা হয়ে উঠেছে ভারত। ভারতেও আমাদের উৎপাদন কেন্দ্র খুলতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, ভারতে বিনিয়োগ লাভজনক।”
Post A Comment:
0 comments so far,add yours