আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
এর আগে গত তিনমাসে প্রায় ৬০০ নতুন জেনারেল কোচ ট্রেনগুলিতে যোগ করা হয়েছে। আগামী ২ বছরে ট্রেনগুলিতে ১০ হাজারের বেশি নন-এসি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। তার মধ্যে রয়েছে স্লিপার ক্লাস কামরাও।
বড় পদক্ষেপ রেলের, এবার জেনারেল বগিতে উঠলেই জায়গা পাবেন
ফাইল ফোটো
যাত্রীদের সুবিধায় বড় পদক্ষেপ রেলের। সেন্ট্রাল রেলওয়ে ৪২টি ট্রেনে ৯০টি জেনারেল দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতিদিন অতিরিক্ত ৯ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
ট্রেনে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষ কম খরচে যাতে গন্তব্যে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যে দূরপাল্লার ট্রেনগুলিতে আরও জেনারেল কোচ যোগ করার সিদ্ধান্ত নেয় রেল। চলতি মাসের মধ্যে ৩৭০টি ট্রেনে এক হাজার নতুন জেনারেল দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রায় এক লক্ষ যাত্রী উপকৃত হবেন। এরই অঙ্গ হিসেবে সেন্ট্রাল রেলওয়ে ৪২টি ট্রেনে ৯০টি জেনারেল দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করছে।
এর আগে গত তিনমাসে প্রায় ৬০০ নতুন জেনারেল কোচ ট্রেনগুলিতে যোগ করা হয়েছে। আগামী ২ বছরে ট্রেনগুলিতে ১০ হাজারের বেশি নন-এসি কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। তার মধ্যে রয়েছে স্লিপার ক্লাস কামরাও। নতুন এই কোচগুলিতে যাত্রীদের জন্য আধুনিক সুবিধা থাকবে।
Post A Comment:
0 comments so far,add yours