গসিপ প্রসঙ্গে খুব একটা নজর না দিলেও একটা বিষয় স্পষ্ট মন্তব্য করতে দুবার ভাবেন না, আর তা হল তাঁর সন্তান আরাধ্যা। দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে গেল আরাধ্যা বচ্চন। ছোট থেকেই খবরের শিরোনামে বারবার জায়গা করে নিতে দেখা গিয়েছে।
'সারা জীবন থেকে যাবে', পাশে নেই অভিষেক, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী বললেন ঐশ্বর্য?
ঐশ্বর্য রাই বচ্চন। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ব্যক্তিজীবনে নানা ওঠাপড়ার কারণে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিতে দেখা গিয়েছে তাঁকে। কখনও তিনি সরব হয়েছেন, আবার কখনও তিনি চুপ থাকাকেই বেছে নিয়েছেন। প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে সংসার, সন্তান, শ্বশুরবাড়িতে তাঁর অবস্থান, সব নিয়েই চর্চা সর্বত্র বর্তমান। তবে গসিপ প্রসঙ্গে খুব একটা নজর না দিলেও একটা বিষয় স্পষ্ট মন্তব্য করতে দুবার ভাবেন না, আর তা হল তাঁর সন্তান আরাধ্যা। দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে গেল আরাধ্যা বচ্চন। ছোট থেকেই খবরের শিরোনামে বারবার জায়গা করে নিতে দেখা গিয়েছে।
কখনও তার লুক, কখনও আবার তার স্কুলের পারফর্ম চর্চায় জায়গা করে নিয়েছে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্ট আরাধ্যার বিষয় বললেন, “ও আমার জীবন। ওর জন্য আমার সবটা সারা জীবন থেকে যাবে। ও আমার প্রাণ আমার আত্মা।” যদিও নেটিজেনদের কটাক্ষের তালিকা থেকে কখনই বাদ পড়তে দেখা যায় না তাঁকে। একবার আরাধ্যার জন্মদিন উদ্দেশ্যে বিদেশে গিয়েছিল বচ্চন পরিবার। বিমানবন্দরে আরাধ্যার হাঁটার ভঙ্গি নয়ে ট্রোল করে নেটিজেনদের একটা বড় অংশ। আরাধ্যা নাকি ঠিক করে হাঁটতে পারেন না, তাঁর সমস্যা রয়েছে– এ দাবিও করা হয় তাঁদের তরফে। একই সঙ্গে আরাধ্যা ও তাঁর মায়ের লুকের তুলনা করে বচ্চন নাতনিকে বলা হয় কটু কথাও। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই অভিষেক জানিয়েছিলেন, তিনি পাবলিক ফিগার, তাই তাঁকে ট্রোল করলে তিনি মেনে নেবেন। কিন্তু তাঁর মেয়ে নন। তাঁর কথায়, “ফেয়ার গেম আমি পাবলিক ফিগার। তাই মেনে নিচ্ছি। আমার মেয়ে মানতে বাধ্য নয়।”
Post A Comment:
0 comments so far,add yours