যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র আওতায় রয়েছেন তাঁরা আগামী বছর থেকেই পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। এই ঘোষণা করেছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা।



 এবার এটিএম থেকেই তোলা যাবে পিএফ-এর টাকা, বড় ঘোষণা


বড় ঘোষণা কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের। এ বার থেকে পিএফ-এর টাকা তোলা যাবে এটিএম থেকেই! শ্রমমন্ত্রকের তরফে পিএফ-এর টাকা বন্টনের ক্ষেত্রে মসৃণ পথ করতে চাইছে। সে কারণেই এমন সিদ্ধান্ত। যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র আওতায় রয়েছেন তাঁরা আগামী বছর থেকেই পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। এই ঘোষণা করেছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা।


পিএফ-এর টাকা তোলার পথ আরও সহজ এবং দ্রুত করতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন শ্রমমন্ত্রকের সচিব। তিনি বলেন, ‘পিএফ-এর ক্লেইমগুলো দ্রুত মেটানো এবং এর প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য। যিনি পিএফের টাকা তোলার যোগ্য, যাতে সহজেই লাভবান হন, সেই উদ্দেশ্যেই এই প্রক্রিয়া। এটিএম থেকে নিজেই টাকা তুলে নিতে পারবেন।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours