যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র আওতায় রয়েছেন তাঁরা আগামী বছর থেকেই পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। এই ঘোষণা করেছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা।
এবার এটিএম থেকেই তোলা যাবে পিএফ-এর টাকা, বড় ঘোষণা
বড় ঘোষণা কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের। এ বার থেকে পিএফ-এর টাকা তোলা যাবে এটিএম থেকেই! শ্রমমন্ত্রকের তরফে পিএফ-এর টাকা বন্টনের ক্ষেত্রে মসৃণ পথ করতে চাইছে। সে কারণেই এমন সিদ্ধান্ত। যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র আওতায় রয়েছেন তাঁরা আগামী বছর থেকেই পিএফের টাকা এটিএম থেকে সরাসরি তুলতে পারবেন। এই ঘোষণা করেছেন শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা।
পিএফ-এর টাকা তোলার পথ আরও সহজ এবং দ্রুত করতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন শ্রমমন্ত্রকের সচিব। তিনি বলেন, ‘পিএফ-এর ক্লেইমগুলো দ্রুত মেটানো এবং এর প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য। যিনি পিএফের টাকা তোলার যোগ্য, যাতে সহজেই লাভবান হন, সেই উদ্দেশ্যেই এই প্রক্রিয়া। এটিএম থেকে নিজেই টাকা তুলে নিতে পারবেন।’
Post A Comment:
0 comments so far,add yours