আলিপুরদুয়ার শহরে এইচআইভি আক্রান্ত মহিলাদের সংখ্যা বাড়ছে। খোদ জেলা লিগাল এইডস ফোরামের এক আধিকারিক জানিয়েছেন এই তথ্য। তার মধ্যেই কন্ডোমের এই কালোবাজারি নিয়ে পড়ে গিয়েছে শোরগোল।
সরকারের লোগো লাগানো কন্ডোম বাজারে কত দামে বিকোচ্ছে জানেন? চমকে উঠবেন
অভিযোগকারী মহিলা
রবিবার বিশ্ব এইডস দিবস। সেই দিনই গুরুতর অভিযোগ উঠল আলিপুরদুয়ার থেকে। দেহ ব্যবসার সঙ্গে জড়িত মহিলাদের দাবি, হাসপাতাল থেকে কন্ডোম মেলে না। অথচ সরকারের স্টিকার লাগানো সেই কন্ডোম বিক্রি হচ্ছে নিষিদ্ধ গলিতে ১৫০ থেকে ২০০টাকায়। ফলে টাকা দিয়ে কন্ডোম কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা।
আলিপুরদুয়ার শহরে এইচআইভি আক্রান্ত মহিলাদের সংখ্যা বাড়ছে। খোদ জেলা লিগাল এইডস ফোরামের এক আধিকারিক জানিয়েছেন এই তথ্য। তার মধ্যেই কন্ডোমের এই কালোবাজারি নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। অভিযোগকারী মহিলা বলেন, “আমরা বললে দেয় না। হাসপাতালের ম্যাডামকে বললে বলেন কন্ডোম নেই। আর রাজীব নামের একটা ছেলে আছে সে গিয়ে গিয়ে আমাদের এলাকায় ২০০টাকা ১০০ টাকা করে বিক্রি করে। আমাদের এগুলো বিনামূল্যে পাওয়া উচিৎ।” আরও এক অভিযোগকারী মহিলা বলেন, “সরকারি কন্ডোম পাই না। আমাদের দেওয়া উচিত তো।”
অস্থায়ী সুপার ডক্টর সজল ভট্টাচার্য বলেন, “এমন অভিযোগ সত্য হলে এটা আমাদের লজ্জার। যারা অভিযোগ করছেন তারা যেন হাসপাতাল সুপারকে বিষয়টি জানান। তদন্ত হওয়া উচিত।”
Post A Comment:
0 comments so far,add yours