অভিষেকপন্থী বলে পরিচিত সৌগতর মুখেও নেই অভিষেকের নাম। বললেন "এ কথা বরাবরই জানা ছিল দলে শেষ কথা মমতাই।" তবে উত্তরসূরী প্রসঙ্গও এড়িয়ে গেলেন সৌগত। মমতা বিতর্কিত বা নতুন কিছুই বলেননি। সাফ মন্তব্য সৌগতর।
উত্তরসূরি কে? সোজাসুজি জানিয়ে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরসূরি বাছাইয়ের প্রশ্নে দলগত সিদ্ধান্তকে আরও গুরুত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি অভিষেকের নাম এড়ালেন তৃণমূল নেত্রী। এপ্রিল থেকে ডিসেম্বর, ৮ মাসে কিছুটা বদলে গেল মমতার জবাব। এপ্রিলে উত্তরসূরি প্রসঙ্গে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন মমতা। “দল ঠিক করবে” বলেও অভিষেকের রাজনৈতিক বোধের তারিফ করেন মমতা। অভিষেক “দলের ডেডিকেটেড সোলজার”, এপ্রিলে মমতার মুখে শোনা গিয়েছিল এ কথাও। ১৬ এপ্রিল টিভি ৯ বাংলার সাক্ষাৎকারে মমতা বলেছিলেন, “ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি। ইয়ং জেনারেশনকেও তো দরকার। আমি তিনটে জেনারেশন তৈরি করে দিয়েছি। এটা আমার গর্ব। এই জেনারেশন যদি তৈরি করতে না পারি তাহলে আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসকে কে রক্ষা করবে? আমি তো চাই আমার জোড়াফুলটা থাকবে। মা-মাটি-মানুষ স্লোগানটা থাকবে।”
যদিও উত্তরসূরী প্রসঙ্গে এখন শুধুই “দলগত সিদ্ধান্তের” কথা মমতার। মমতার উত্তরসূরি ঠিক করবে দলই। অভিষেকে ‘নীরব’ মমতা পুরোটাই ছাড়লেন দলের উপর। তবে একবারও নাম নিলেন না অভিষেকের। সঙ্গে দেন ইঙ্গিতপূর্ণ বার্তাও। এও বললেন, “যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয়। আমি নয় আমরায় বিশ্বাস করি। দল যৌথ পরিবার।”
অন্যদিকে অভিষেকপন্থী বলে পরিচিত সৌগতর মুখেও নেই অভিষেকের নাম। বললেন “এ কথা বরাবরই জানা ছিল দলে শেষ কথা মমতাই।” তবে উত্তরসূরী প্রসঙ্গও এড়িয়ে গেলেন সৌগত। মমতা বিতর্কিত বা নতুন কিছুই বলেননি। সাফ মন্তব্য সৌগতর। প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরেই তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ ‘দ্বন্দ্ব’ নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক আঙিনায়। দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে, অভিষেকের হয়ে ব্যাট ধরে শোকজ নোটিস এসেছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের কাছে। এমতাবস্থায় ছাব্বিশের ভোটের মুখে মমতার এই মন্তব্য বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
Post A Comment:
0 comments so far,add yours