আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
ম্যাচের ৪৩ মিনিটেই দশজনে পরিণত হয় ইস্টবেঙ্গল। তার উপর মাদিহ তালারের চোট। ইস্টবেঙ্গল হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে আরও মরিয়া। ম্যাচের ৫৩ মিনিটে চুননুঙ্গার প্রথম আইএসএল গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু লিড স্থায়ী হল মাত্র মিনিট দুয়েক।
দশজনের ইস্টবেঙ্গলের মরিয়া লড়াই, 'চোট' বাড়ল গোলকিপিংয়ে!
আইএসএলে টানা দু-ম্যাচ জয়। ইস্টবেঙ্গলের দুর্দান্ত অনুভূতি দীর্ঘস্থায়ী হল না। মিনি হাসপাতালে পরিণত হয়েছে টিম। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুতেই সেই তালিকায় নাম জুড়ল মাদিহ তালালের। ম্যাচের আগে বাকিদের নিয়েই লড়াইয়ের বার্তা দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। লড়াই হলও। কিন্তু ছোট্ট ভুলে বড় খেসারত। এগিয়ে থেকেও ‘দুর্লভ’ জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের। এর জন্য কিছুটা দায়ী করা যায় প্রভসুখন গিলের গোলকিপিংকেও। ডিফেন্ডাররা যখন প্রবল চাপে, তাঁদের আরও চাপে ফেললেন। যে বল ধরা যায়, সবই কার্যত পাঞ্চ করে গেলেন। আর তাতেই ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করল ওড়িশা এফসি। ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ল ওড়িশা।
ম্যাচের শুরুর দিকেই হলুদ কার্ড দেখেছিলেন জিকসন। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি হলুদ কার্ড। এ মরসুমে আলোচনার কেন্দ্রে রেফারিংও। জিকসনের রেড কার্ড নিয়েও উঠছে প্রশ্ন। ম্যাচের ৪৩ মিনিটেই দশজনে পরিণত হয় ইস্টবেঙ্গল। তার উপর মাদিহ তালারের চোট। ইস্টবেঙ্গল হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে আরও মরিয়া। ম্যাচের ৫৩ মিনিটে চুননুঙ্গার প্রথম আইএসএল গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু লিড স্থায়ী হল মাত্র মিনিট দুয়েক। চাপে থাকা ডিফেন্সে সাহায্য করতে গিয়েছিলেন নাওরেম মহেশ। কিন্তু তাঁর ভুলেই বল পায় ওড়িশা। জেরির গোলে দ্রুতই সমতা ফেরায় ওড়িশা এফসি।
Post A Comment:
0 comments so far,add yours