হিন্দুদের উপর এই অত্যাচারে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ক্লাবও। সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তুলল কলকাতার ক্লাব। এর জন্য বড় পদক্ষেপেও প্রস্তুত। এ দিন ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটি সাংবাদিক বৈঠক হয়। সেখানে ক্লাব কর্তারা বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে বড় পদক্ষেপ করতে চাইছে ইস্টবেঙ্গল
জ্বলছে বাংলাদেশ। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ওপার বাংলার পরিস্থিতি নিয়ে গভীর চিন্তায় এপার বাংলা এবং ভারতবর্ষও। বাংলাদেশে সংখ্যালঘু বা আরও পরিষ্কার করে বললে, হিন্দুদের উপর এই অত্যাচারে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ক্লাবও। সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তুলল কলকাতার ক্লাব। এর জন্য বড় পদক্ষেপেও প্রস্তুত। এ দিন ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটি সাংবাদিক বৈঠক হয়। সেখানে ক্লাব কর্তারা বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সেখানেই নানা বিষয় জানান ক্লাব কর্তারা।
ইস্টবেঙ্গল ক্লাব এবং সমর্থকদের সঙ্গে বাংলাদেশের শিকড়ের টান। এখনও ইস্টবেঙ্গল ক্লাবের অনেক সমর্থকের পরিবার, আত্মীস্বজন ওপার বাংলায় রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে সমর্থকদের অনেকেই ক্লাবকে অনুরোধ করেছে, এই পরিস্থিতি ভালো করার। সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, ‘প্রয়োজন হলে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দেব। একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ বিপদে পড়লে পাশে থাকাটাও বড় ব্যাপার। ক্ষুদ্র ক্ষমতা নিয়েও আমরা পাশে আছি, এই বার্তাটাই দিতে চাই। যদি কোনও প্রীতি ম্যাচ খেলতে হয়, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’
Post A Comment:
0 comments so far,add yours