ট্রাম্প কার্ডে’ বাংলাদেশ ভাতে মরলেও পাতে মরবে কি ভারত?
ক্রিমিনাল কেস করলেই ওরা সব বলে দেবে: জহর সরকার
ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম
কারও নাম ‘স্কোয়ারফুট’, কারও নাম ‘তোলা’! তৃণমূল আমলে নেতাদের রমরমা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে জহর সরকারের
২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরেরদিনই আচমকা বৈঠকে ৩ ‘হেভিওয়েট’
কাকদ্বীপে চলল যানজট মুক্ত অভিযান
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে দীর্ঘ দিন ধরে ফুটপাত ঘিরে চলে আসছে যানজট আর সেই যানজট মুক্ত করতে আজ সকাল থেকেই অভিযানে নামলো কাকদ্বীপ থানা পুলিশ প্রশাসন ও ট্রাফিকের পুলিশ বিভাগ।
মূলত কাকদ্বীপ বাজার সংলগ্ন এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে ফুটপাত মানুষের চলাচল করার একমাত্র জায়গা আর সেই ফুটপাত দখল করে দীর্ঘ দিন ধরে চলে আসছে ছোট বড় ব্যবসা। যার কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। সেই দুর্ঘটনা এড়াতে এই অভিযান।
তবে এর আগেও বারংবার এই ফুটপাত যানজট মুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানালেও, ফুটপাতে গড়ে ওঠা ছোট বড় খুদে ব্যবসায়ীরা তার কোন ভাবেই কর্ণপাত করেনি। আর সে জন্যই সকাল থেকে চলল অভিযান।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours