কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
আগুনে পুড়ে ছাই মৌসুনি আইল্যান্ডের একটি আবাসিক রিসোর্ট
দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে বালিয়াড়া এলাকায় আনুমানিক বিকাল চারটে নাগাদ হঠাৎই "মহামায়া" নামে একটি আবাসিক রিসটে আগুন লেগে যায়। চোখের নিমিষে কয়েক মুহূর্তে আগুনের লেলিহান শিখায় সবকিছু শেষ হয়ে যায়। স্থানীয় মানুষ এলেও আগুনের কাছে গিয়ে নেভানোর সাহস কেউ পায়নি।
মুহূর্তের মধ্যে একেবারে পুরো রিসটটি পুড়ে ছাই হয়ে যায়। কয়েকটি খুঁটি ছাড়া আর কিছু অস্তিত্ব নেই। কটেজের সামনে বসে চা খাওয়ার খাওয়ার মত খড়ের তৈরি সৌখিন জায়গা ছিল। ১১ টি খড়ের কটেজপুরে একেবারে শেষ হয়ে গেছে। প্রাথমিকভাবে জানাযায় সক সার্কিট থেকে আগুন লেগেছে ।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours