আগুনে পুড়ে ছাই মৌসুনি আইল্যান্ডের একটি আবাসিক রিসোর্ট
দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে বালিয়াড়া এলাকায় আনুমানিক বিকাল চারটে নাগাদ হঠাৎই "মহামায়া" নামে একটি আবাসিক রিসটে আগুন লেগে যায়। চোখের নিমিষে কয়েক মুহূর্তে আগুনের লেলিহান শিখায় সবকিছু শেষ হয়ে যায়। স্থানীয় মানুষ এলেও আগুনের কাছে গিয়ে নেভানোর সাহস কেউ পায়নি।
মুহূর্তের মধ্যে একেবারে পুরো রিসটটি পুড়ে ছাই হয়ে যায়। কয়েকটি খুঁটি ছাড়া আর কিছু অস্তিত্ব নেই। কটেজের সামনে বসে চা খাওয়ার খাওয়ার মত খড়ের তৈরি সৌখিন জায়গা ছিল। ১১ টি খড়ের কটেজপুরে একেবারে শেষ হয়ে গেছে। প্রাথমিকভাবে জানাযায় সক সার্কিট থেকে আগুন লেগেছে ।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours