জল্পনা চলছিল তাঁকে নিয়ে। এই সিরিজ শেষে হয়তো ঘোষণা করে দিতেন। কিন্তু গাব্বা টেস্টের পরই হঠাৎ চমকে দিলেন। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। গাব্বায় সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মার পাশে বসে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা করেই দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
আর জল্পনা নয়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন
ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন। বৃষ্টি বিরতিতে বিরাট কোহলির সঙ্গে আলোচনা। তারপর আলিঙ্গন। ইঙ্গিতটা তখনই ছিল। সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মার পাশে বসে ঘোষণা করেই দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্বের অন্যতম সেরা স্পিনার। জল্পনা চলছিল তাঁকে নিয়ে। এই সিরিজ শেষে হয়তো ঘোষণা করে দিতেন। কিন্তু গাব্বা টেস্টের পরই হঠাৎ চমকে দেওয়া ঘোষণা। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি, দেশের জার্সিতে আর খেলবেন না।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার। ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট। ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পরেই রয়েছেন অশ্বিন। এর মধ্যে ৩৭ বার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে অশ্বিন। শ্রীলঙ্কার কিংবদন্তি ৬৭ বার টেস্টে এক ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন। অশ্বিনের সাফল্যের এখানেই শেষ নয়। ঘরের মাঠে ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের সদস্য অশ্বিন। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। সব ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে ৭৬৫ উইকেট। ভারতীয়দের মধ্যে একমাত্র অনিল কুম্বলের তাঁর চেয়ে বেশি (৯৫৬) উইকেট রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের নিরিখে বিশ্বে ১১তম স্থানে।
বিস্তারিত আসছে…
Post A Comment:
0 comments so far,add yours