১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব অফিসিয়ালি নিয়েছেন জয় শাহ (Jay Shah)। তার ফলে স্বাভাবিকভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রধানের পদ খালি হয়ে গিয়েছিল। সেই দায়িত্বে এলেন কে?
Asian Cricket Council: ফের ব্রাত্য পিসিবি প্রধান মহসিন নকভি, কাকে উত্তরসূরি বাছলেন জয় শাহ?
Asian Cricket Council: ফের ব্রাত্য পিসিবি প্রধান মহসিন নকভি, কাকে উত্তরসূরি বাছলেন জয় শাহ?
ফের একবার পিছিয়ে পড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)। একে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় কাটাতে পারেননি। তার উপর ব্রাত্যই থাকলেন তিনি। ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব অফিসিয়ালি নিয়েছেন জয় শাহ (Jay Shah)। তার ফলে স্বাভাবিকভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রধানের পদ খালি হয়ে গিয়েছিল। মাঝে ক্রিকেট মহলে শোনা গিয়েছিল পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিনকে এ বার দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের ভূমিকায়। আদতে কিন্তু তেমনটা হল না। এসিসিতে জয়ের ফেলে যাওয়া মসনদে তা হলে বসলেন কে?
Post A Comment:
0 comments so far,add yours