জর্জ জেকব কুভাকাড়কে রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল বা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই উপলক্ষেই ভারতীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

ভাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের মুখোমুখি ভারতীয় প্রতিনিধিরা

ভাটিকান সিটি-তে হাজির ভারতের প্রতিনিধিরা। পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত বই তুলে দিয়ে এলেন সেই প্রতিনিধিরা। এক্স মাধ্যমে সেই সাক্ষাতের কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের নেতৃত্বে সেই প্রতিনিধি দল যায় ভাটিকানে। সেই ছবিও প্রকাশ করা হয়েছে এক্স মাধ্যমে।


জর্জ জেকব কুভাকাড়কে রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল বা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই উপলক্ষেই ভারতীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে লিখেছেন, “জর্জ কার্ডিনাল কুভাকাড় সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন, যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণ করেছেন।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours