সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক দেশ! পাকিস্তানের ঠিক পরেই বাংলাদেশের নাম


আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে প্যালেস্তাইন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন।

সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক দেশ! পাকিস্তানের ঠিক পরেই বাংলাদেশের নাম

সারা বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক স্থানের তালিকায় জায়গা পেল পাকিস্তান। পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। তালিকায় রয়েছে প্যালেস্টাইন ও পাকিস্তান। সাংবাদিকের মৃত্যুর সংখ্যার নিরিখে তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। এছাড়া ভয়ভীতি, হামলা, মামলা, গুম করে দেওয়ার মতো ঘটনা তো রয়েছেই।


বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে কার্যত নিয়মিত হয়ে চলেছে এই ধরনের ঘটনা। বাংলাদেশে সাংবাদিক বা এই পেশার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের মধ্যে আতঙ্ক ও হুমকি দিনে দিনে বেড়েই চলেছে। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-এর (আরএসএফ) তরফে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতেই এই সব তথ্য সামনে এসেছে।

বিশ্ব জুড়ে যতজন সাংবাদিক নিহত হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন ইজরায়েলি বাহিনীর হাতে। আরএসএফ বলছে, চলতি বছর ১৮ জন সাংবাদিকের মৃত্যুর ঘটনার জন্য ইজরায়েলি বাহিনী দায়ী। ১৬ জন সাংবাদিক গাজায় নিহত হয়েছেন এবং দু’জন নিহত হয়েছেন লেবাননে।


আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে প্যালেস্তাইন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। তারপরই রয়েছে পাকিস্তান। সে দেশে ২০২৪ সালে ৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর তালিকায় তিন নম্বরে আছে বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যু হয় ৪৫ জন সাংবাদিকের। আরএসএফ বলছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিককে বন্দি করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন। যে সব দেশে সবথেকে বেশি সাংবাদিককে আটকে রাখা হয়েছে, তাদের মধ্যে রয়েছে চিন, মায়ানমার এবং ইজরায়েল। চিনে ১২৪ জন, মায়ানমারে ৬১ জন এবং ইজরায়েলে ৪১ সাংবাদিককে বন্দি করা হয়েছে। ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours