পয়েন্ট টেবলে শীর্ষস্থান দখল করেছিল ভারতীয় দলই। নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পরই বেকায়দায় পড়েছে ভারত। এই মুহূর্তে সবচেয়ে ভালো জায়গায় দক্ষিণ আফ্রিকা। হয়তো বক্সিং ডে টেস্ট থেকেই প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যেতে পারে! কী বলছে অঙ্ক?


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে চারটি টিম। এর মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও যেমন রয়েছে, তেমনই প্রথম দুই সংস্করণের রানার্স ভারতও। টেস্ট বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে হারে রানার্স ভারত। গত সংস্করণের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। নতুন সাইকেলের শুরু থেকে পয়েন্ট টেবলে শীর্ষস্থান দখল করেছিল ভারতীয় দলই। সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পরই বেকায়দায় পড়েছে ভারত। এই মুহূর্তে সবচেয়ে ভালো জায়গায় দক্ষিণ আফ্রিকা। হয়তো বক্সিং ডে টেস্ট থেকেই প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যেতে পারে! কী বলছে অঙ্ক?


দক্ষিণ আফ্রিকা- এই মুহূর্তে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে প্রোটিয়ারাই। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৩.৩৩। বর্তমান WTC সাইকেলে তাদের আর দুটি টেস্ট বাকি। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে। সিরিজ শুরু বক্সিং ডে অর্থাৎ কাল থেকে। পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের মধ্যে একটি জিতলেই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া-পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৮৯। এখনও চারটি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার হাতে। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দু-ম্যাচ, এরপর শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্ট। ভারতের বিরুদ্ধে এই সিরিজের বাকি দু-ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours