ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন ক্রিজে। কিন্তু ভুল বোঝাবুঝিতে আউট বিরাট কোহলি। সেই রানআউটে রাহানে নিজেকেই দায়ী করেছিলেন। ৭৪ রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি। তিনি ক্রিজে থাকলে ম্যাচের পরিস্থিতি অন্য হতেই পারত। এ বার কি গোলাপি টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি আসবে বিরাটের ব্যাটে?

এক সেঞ্চুরিতে সচিন-ডনের জোড়া রেকর্ড ভাঙার সুযোগ বিরাট কোহলির



পারথে হয়েছে, অ্যাডিলেডে? ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেই প্রত্যাশায়। গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতীয় পুরুষদের ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। সংখ্যাটা দুইও হতে পারত। গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম ইনিংসে দুর্দান্ত জুটি বেঁধেছিলেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। তার আগে পূজারার সঙ্গেও জুটি গড়েছিলেন বিরাট। পূজারার পর ভাইস ক্যাপ্টেন রাহানে। ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন ক্রিজে। কিন্তু ভুল বোঝাবুঝিতে আউট বিরাট কোহলি। সেই রানআউটে রাহানে নিজেকেই দায়ী করেছিলেন। ৭৪ রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি। তিনি ক্রিজে থাকলে ম্যাচের পরিস্থিতি অন্য হতেই পারত। এ বার কি গোলাপি টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি আসবে বিরাটের ব্যাটে? সেক্ষেত্রে কিন্তু নতুন রেকর্ডও।

টেস্ট কেরিয়ারে ৩০টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতেই সাতটি সেঞ্চুরি। এই সফরের আগে ফর্মে ছিলেন না। পারথেও প্রথম ইনিংসে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ায় ১৪ টেস্টে সাতটি সেঞ্চুরি। বর্ডার-গাভাসকর ট্রফিতে সব মিলিয়ে ৯টি করে সেঞ্চুরি রয়েছে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। সচিন ৬৫ ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি মাত্র ৪৪ ইনিংসে। অ্যাডিলেডে সেঞ্চুরি হলে বর্ডার-গাভাসকর ট্রফিতে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যাবেন বিরাট কোহলি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours