ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিপালী সরকারের চার বছর আগে বিয়ে হয় গোসাইহাট এলাকার বাসিন্দা নির্মল সিংহের সঙ্গে। আক্রান্ত মহিলার অভিযোগ, প্রায়ই তাঁর স্বামী মত্ত অবস্থায় মারধর করতেন।


পাড়ার গলির মুখেই স্ত্রীকে পিছন থেকে জাপটে ধরেন, আর তারপরই... নিজের স্ত্রীর সঙ্গেই রাস্তায় কেন এমনটা করলেন স্বামী! কানাঘুষো পড়শিদের
নির্যাতিতার মা


স্বামীর সঙ্গে নিত্য অশান্তিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। পুজোর আগে তিনি বাপেরবাড়ি চলে আসেন। সেখানেই থাকতে শুরু করেছিলেন তিনি। কিন্তু সে নাপসন্দ ছিল স্বামীর। স্ত্রী যখন কাজে যাচ্ছিলেন, তখন রাস্তার ধারে ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন তিনি। স্ত্রীকে দেখা মাত্রই পিছন থেকে হামলা। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিনেমা হল পাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় দিপালীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিপালী সরকারের চার বছর আগে বিয়ে হয় গোসাইহাট এলাকার বাসিন্দা নির্মল সিংহের সঙ্গে। আক্রান্ত মহিলার অভিযোগ, প্রায়ই তাঁর স্বামী মত্ত অবস্থায় মারধর করতেন। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। এখন কি গাছে বেঁধেও নির্মম অত্যাচার চালাতেন বলে অভিযোগ। সেই কারণে পুজোর আগে দিপালীকে বাড়িতে ফিরিয়ে আনেন বাপেরবাড়ির সদস্যরা।

বাড়ি ফিরে নিজের খরচ চালানোর জন্য সুপারের খোলানে কাজ করতেন দিপালী। অভিযোগ, সেখানে যাওয়ার সময়ই দিপালীর উপর তাঁর স্বামী পিছন দিক থেকে ধারাল অস্ত্র নিয়ে হামলা করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দিপালী। পরিবারের সদস্যরা তাঁকে ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথায় সাতটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।

সাত সকালে,স্বামীর অত্যাচারের কারণে তিতি বিরক্ত হয়ে স্ত্রী দিপালী সরকার বাপের বাড়ি ফিরে এসেছিলেন পুজোর আগে। এখানেই থাকছিলেন, আজ সকাল বেলা যখন দিপালী সুপারি খোরানে কাজ করতে যাচ্ছিলেন সেই সময় রাস্তার পাশে ঝোপে ধারালো অস্ত্র নিয়ে লুকিয়ে ছিলেন তার স্বামী। তার কাছাকাছি পৌঁছাতে ধারালো অস্ত্র নিয়ে মাথার পেছনে কোপ বসিয়ে দেয়। রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিনেমা হল পাড়া এলাকায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours