অশ্বিনের মতো স্পিনারকে একাদশের বাইরে রাখা সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। এমনকি অজি স্পিনার নাথান লিয়ঁ খোঁচা দিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অ্যাডিলেডেও কি বাইরে রাখা হবে অশ্বিন-জাডেজাকে?

অশ্বিন-জাডেজার ভবিষ্যৎ কী? পরিষ্কার করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা


পারথ টেস্টে ভারতের একাদশ বাছাই অবাক করেছিল অনেককেই। এক স্পিনারে একাদশ সাজিয়েছিল ভারত। তবে রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাডেজা নন, একাদশে সুয়োগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছিল ভারত। শেষ দু-ম্যাচের জন্য ডাকা হয় সুন্দরকে। দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই তরুণ অলরাউন্ডার। সম্ভবত সে কারণেই অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও সুন্দরেই আস্থা রাখা হয়। অশ্বিনের মতো স্পিনারকে একাদশের বাইরে রাখা সাহসী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। এমনকি অজি স্পিনার নাথান লিয়ঁ খোঁচা দিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অ্যাডিলেডেও কি বাইরে রাখা হবে অশ্বিন-জাডেজাকে?

অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। সেখানে কি অশ্বিনকে বাইরে রাখা সম্ভব? গোলাপি টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনই। দ্বিতীয় টেস্টের আগে রোহিত বলছেন, ‘দুর্ভাগ্যবশত আমি প্রথম টেস্টে ছিলাম না। তাই আপনাদের ওই খবরটা দিতে পারিনি যে অশ্বিন-জাডেজার মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারকে একাদশের বাইরে রাখতে হচ্ছে। আমার পক্ষে এটা বলা খুবই কঠিন হত। পরিস্থিতির নিরিখে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল।’

ভারত প্রথম টেস্ট জেতায় সেই সিদ্ধান্ত নিয়ে কোনও বড় প্রশ্ন ওঠেনি। ক্যাপ্টেন রোহিত শর্মা অশ্বিন-জাডেজাকে প্রশংসায় ভরিয়েছেন। তাঁদের অবদানও ভুলছেন না। অশ্বিন-জাডেজার মিলিত ভাবে টেস্টে ৮৫৫ উইকেট রয়েছে। ভারতের নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হ্যাটট্রিক। তার জন্য এই দু-জনকে জরুরি, সেটাই বলছেন রোহিত। বলেন, ‘কোন পরিস্থিতিতে কাকে খেলানো প্রয়োজন, সিরিজের আগামী ম্যাচগুলিতেও সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলতে পারি, দু-জনই এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওদের যা দক্ষতা, অভিজ্ঞতা সেটা কেউ পারবে না। গত কয়েক বছর ভারতীয় ক্রিকেট যা সাফল্য় পেয়েছে, এই দু-জনের অবদান ভোলার নয়। কিছু ক্ষেত্রে আমাদের বর্তমান পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours