গঙ্গাসাগরের মেলা গ্রাউন্ড মাঠে ম্যানগ্রোভ প্লান্টেশনে উপস্থিত হলেন জেলা শাসক ও মন্ত্রী 

সুন্দরবন এবং গঙ্গাসাগরকে বাঁচাতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের,প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে গঙ্গাসাগর।ক্রমাগত ভাঙছে গঙ্গাসাগরের সমুদ্র তট। এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ সমুদ্রতট বরাবর ম্যানগ্রোভ প্লান্টেশন লাগানোর পরিকল্পনা করা হয়েছে। নদী এবং সমুদ্র বাঁধের ভাঙন রুখতে বিশেষ নয়া উদ্যোগ রাজ্য সরকারের,২৪ শেষ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হলো গঙ্গাসাগরে। সমুদ্র পাড়ে নিজ হাতে ম্যানগ্রোভ বৃক্ষরোপন এবং সাগরের মানুষদের হাতে হাতে ম্যানগ্রোভ প্রদান করেন জেলাশাসক সুমিত গুপ্তা, পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মূলত ভ্যাটিভার ঘাস প্রজাতির বিশেষ কিছু গাছ রোপন করা হয়। 

আগামী দিনে গঙ্গাসাগর তথা সমগ্র সুন্দরবনকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের। এদিকে অনুষ্ঠান থেকে পুরস্কৃত করা হলো এবং লালন পালনের তিনজন সাগরের মানুষকে। এদিনের এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়,জি বি ডি এর আধিকারিক নিরঞ্জন তরফদার,কাকদ্বীপ এসডিও মধুসূদন মন্ডল, এসপি কোটেশ্বর রাও ,ডিস্ট্রিক্ট ফরেস্ট আধিকারিক মনোজ কুমার আগরওয়াল,এবং আরো অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠান পুরোটাই পরিচালনা করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন্যা মজুমদার,

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours