আসলে শীতকালে প্রায়ই ট্রেনের ট্যাঙ্কগুলিতে জল জমে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এইসব ট্যাঙ্কে হিটার বসানো হয়েছে।

রেলের ইতিহাসে প্রথমবার, ট্রেনের মধ্যেই থাকবে রুম হিটার, বাথরুমে মিলবে গরম জল
বন্দে ভারত এক্সপ্রেস।


সাম্প্রতিককালে ভারতীয় রেল একাধিক পরিবর্তন এনেছে। আধুনিক ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্রিমিয়াম ট্রেনে। পুরনো ট্রেনও নতুন চেহারা নিচ্ছে। ট্রেনের বাথরুম নিয়ে যে সব অভিযোগ ছিল, সেগুলোও কমে গিয়েছে ক্রমে ক্রমে। তবে এবার রেল যে পদক্ষেপ করেছে, তা অভাবণীয়। ট্রেনের বাথরুমে কল খুললে পড়বে গরম জল। তবে সব ট্রেন নয়, বিশেষ ট্রেনেই থাকছে এই ব্যবস্থা।


জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। কাশ্মীরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন চালু হওয়া সেই ট্রেন দুটির মধ্যে একটি ট্রেন দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত চলবে। এই ট্রেনে বিশ্রামের জন্য বার্থ থাকবে এবং কোচ গরম রাখার জন্য হিটার বসানো হবে। এই ট্রেনটি বরফে ঢাকা পাহাড় এবং চেনাব নদীর ওপর দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর (৩৫৯ মিটার উঁচু) মধ্যে দিয়ে যাবে।

তবে এতে কোনও সেকেন্ড ক্লাস স্লিপার কোচ থাকবে না। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে বারামুল্লা পর্যন্ত বন্দে ভারত ট্রেনটি চালানো হবে।


আসলে শীতকালে প্রায়ই ট্রেনের ট্যাঙ্কগুলিতে জল জমে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এইসব ট্যাঙ্কে হিটার বসানো হয়েছে। এছাড়া যাত্রীদের ঠান্ডা থেকে বাঁচাতে ট্রেনের টয়লেটে গরম বাতাস সরবরাহ করা হবে। দেশে প্রথমবার ট্রেনে এমন ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনের লোকোপাইলটের সামনে যে কাচটি বসানো হয়েছে, তাতেও হিটার থাকবে, যাতে বরফ জমতে না পারে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কাচ গরম থাকবে।

এই ট্রেন চালু হওয়ার পর কাটরা থেকে বারামুল্লা পর্যন্ত ২৪৬ কিলোমিটারের যাত্রাপথ যেতে লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। বর্তমানে এই যাত্রা শেষ করতে ১০ ঘন্টা সময় লাগে। ট্রেনটি আগামী মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours