প্রতি বছর কলকাতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন হয়। বাংলাদেশের মুক্তিযুক্তে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।
মুক্তিযুদ্ধবিরোধী, পাকিস্তানপ্রেমী', কলকাতায় বিজয় দিবস নিয়ে ইউনূস সরকারকে ধুয়ে দিলেন তসলিমা
ইউনূস প্রশাসনকে আক্রমণ করলেন তসলিমা নাসরিন
কলকাতা: মাস চারেক আগে বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে একের পর এক অভিযোগ বিদ্ধ ইউনূস প্রশাসন। পদ্মাপারের দেশে আক্রান্ত হচ্ছেন হিন্দু-সহ সংখ্যালঘুরা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত বারবার বার্তা দিলেও হেলদোল নেই অন্তর্বর্তী সরকারের। এই পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন নিয়ে ইউনূস প্রশাসনকে আক্রমণ করলেন লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় বিজয় দিবসে বাংলাদেশের সরকারের কাউকে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানালেন তিনি।
প্রতি বছর কলকাতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন হয়। বাংলাদেশের মুক্তিযুক্তে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর কলকাতায় বিজয় দিবসে বাংলাদেশের প্রতিনিধিরা আসেন। সেই প্রতিনিধি দলে থাকেন মুক্তিযোদ্ধারা।
এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে কলকাতায় বিজয় দিবস পালন হচ্ছে। বাংলাদেশের ১-১২ জন প্রতিনিধি আসবেন বলে জানা গিয়েছে। তার মধ্যে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের বর্তমান সেনা আধিকারিকরা থাকবেন।
Post A Comment:
0 comments so far,add yours