প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার সময় রণবীর কাপুর বলেন, "আপনাকে কী বলে সম্বোধন করব তা নিয়ে আমাদের পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এক সপ্তাহ ধরে আলোচনা করছিলাম।" রণবীরের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, "আমি আপনাদেরও পরিবারের লোক। আমাকে যা বলে সম্বোধন করতে ইচ্ছে হয়, সেটাই করবেন।"


ভোটে হারার পর রাজ কাপুরের সিনেমা দেখতে গিয়েছিলেন অটলজি, আদবাণীজি', কাপুর পরিবারের সঙ্গে স্মৃতিচারণায় মোদী
কাপুর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তিনি ভারতীয় সিনেমার শো-ম্যান। ১৪ ডিসেম্বর তাঁর জন্ম শতবার্ষিকী। তার আগে ভারতীয় সিনেমায় তাঁর অবদানকে স্মরণ করে কাপুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাক্ষাতে উঠে এলে রাজ কাপুরকে নিয়ে নানা কথা। রাজ কাপুরের সিনেমার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তুলে ধরলেন নির্বাচনে পরাজয়ের পর অটল বিহারী বাজপেয়ি এবং লালকৃষ্ণ আদবাণীর রাজ কাপুরের সিনেমা দেখার কথা।


মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের সদস্যরা। ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, রিমা জৈন,নীতু কাপুররা। রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষে ১৩ ডিসেম্বর থেকে ৩ দিনের আরকে ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছে কাপুর পরিবার। সেখানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন রণবীর কাপুর-সহ কাপুর পরিবারের সদস্যরা।

রাজ কাপুরের সিনেমা নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দিল্লিতে নির্বাচনে জনসংঘের পরাজয়ের পর রাজ কাপুরের সিনেমা দেখার সিদ্ধান্ত নেন অটল বিহারী বাজপেয়িজি এবং লালকৃষ্ণ আদবাণীজি।” তাঁদের সঙ্গে গিয়েছিলেন মোদী। তাঁরা রাজ কাপুরের ‘ফির সুভা হোগি’ সিনেমা দেখেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours