মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর যাওয়ার সেতু তৈরির প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার

 দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির জন্য অর্থ দফতরের অনুমতি নিয়ে টেন্ডার ডাকল পূর্ত দফতর(রোডস)। স্থলপথে গঙ্গাসাগরকে জুড়ে যাওয়ার খবর পেয়ে আনন্দিত সাগরদ্বীপবাসী। এরপর এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা রুদ্রণগর এলাকায় সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করেন, এছাড়া সাগরের রুদ্রনগর বাজারে বর্ণাঢ্য মিছিল ও বাজি ফাটানো হয়,মুখ্যমন্ত্রী সহ সাগরদ্বীপবাসীকে শুভেচ্ছা জানান মন্ত্রী সহ সাগরদ্বীপের সাধারণ মানুষ


 বিধানসভায় রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বিধানসভায় তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষের প্রশ্নের জবাবে জানান, ১৪৩৮ কোটি ৬২ হাজার ৬৫৪ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরি হচ্ছে,সেতু তৈরির জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নাবার্ডের সহযোগিতায় রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের (আরআইডিএফ) টাকায় এই সেতু গড়া হবে। সাগরদ্বীপে দুলক্ষেরও বেশি মানুষের বাস। গঙ্গাসাগরমেলা ছাড়াও বছরভর এখানে পুণ্যার্থীরা আসেন। কিন্তু যাতায়াতের বড় সমস্যা মুড়িগঙ্গা নদী। সাগরদ্বীপ থেকে ধান পান-সহ মরসুমের আনাজ আসে কাকদ্বীপ বাজারে। রুজি-রুটির টানে কাকদ্বীপে আসেন এলাকার মানুষ। যাতায়াত এবং পণ্য পরিবহণের জন্য ভেসেল এবং বার্জই একমাত্র ভরসা। রোগীদেরকেও নদী পেরিয়ে আনতে হয় শহরে,মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু হলে উপকৃত হবে সাগরদ্বীপের মানুষ সহ গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা 

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours