ব্রিসবেন টেস্টের প্রথম দিন থেকেই বাধা সৃষ্টি করেছে বৃষ্টি। প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন অবশ্য পুরো খেলা হয়। ব্যাকফুটে ছিল ভারত। চতুর্থ দিন ভারত ফলো অনও এড়ায়। শেষ দিন দুর্দান্ত পরিস্থিতি তৈরি হলেও বৃষ্টি এবং মন্দ আলোয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল।



রোমাঞ্চ হল না; সিরিজ সমতায় রেখেই বক্সিং ডে-তে নামবেন রোহিতরা

জিতল বৃষ্টি। ব্রিসবেন টেস্ট ড্র। রোমাঞ্চকর একটা সমাপ্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও তা আর হল না। পারথে প্রথম টেস্ট জিতেছিল ভারত। অ্যাডিলেডে জিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ড্র। বক্সিং ডে টেস্টে দু-দলই সমান জায়গায় থেকে নামবে। ব্রিসবেন টেস্টের প্রথম দিন থেকেই বাধা সৃষ্টি করেছে বৃষ্টি। প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন অবশ্য পুরো খেলা হয়। ব্যাকফুটে ছিল ভারত। চতুর্থ দিন ভারত ফলো অনও এড়ায়। শেষ দিন দুর্দান্ত পরিস্থিতি তৈরি হলেও বৃষ্টি এবং মন্দ আলোয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours