ক্রিসমাসের দিন সকাল সকাল মেলবোর্নের এক বিশেষ জায়গায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা নিয়ে গিয়েছিলেন তাঁদের সন্তানদের। এটাই বিরুষ্কার ছেলে অকায়ের প্রথম ক্রিসমাস। দিদি ভামিকার সঙ্গে ভালো সময় কাটাচ্ছে খুদে অকায়।


 মেলবোর্নের বিশেষ জায়গায় 'ছোট'দের নিয়ে বিরাট-অনুষ্কার বড়দিন, অকায়ের প্রথম ক্রিসমাস সেলিব্রেশন!
মেলবোর্নে 'ছোট'দের নিয়ে বিরাট-অনুষ্কার বড়দিন, 


 ক্রিকেট ও বলিউডের পাওয়ার কাপল বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বর্তমানে কোহলি পরিবার রয়েছে মেলবোর্নে। আজ ২৫ ডিসেম্বর। ক্রিসমাস। আর এই ক্রিসমাসের দিন মেলবোর্নের রাস্তায় বিরাট কোহলি, অনুষ্কার শর্মার একসঙ্গে হাঁটার ভিডিয়ো ভাইরাল হয়েছে। আগামিকাল ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। তার আগে কোহলি রয়েছেন ফুরফুরে মেজাজে। শুধু অনুষ্কার সঙ্গেই নয়, পরিবারের সকলকে নিয়ে মেলবোর্নের এক বিশেষ জায়গায় গিয়েছিলেন বিরাট।




এ বার বিরাট, অনুষ্কার ছোট ছেলে অকায়ের প্রথম ক্রিসমাস। ভামিকা ও অকায়কে নিয়ে বিরাট এবং অনুষ্কা ক্রিসমাসের দিন সকাল সকাল পৌঁছে যান মেলবোর্নের এক লোকাল ক্যাফেতে। সেখানেই কোহলি পরিবার ব্রেকফাস্ট সারে। @_cafecourt_ এই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিরাট কোহলির সঙ্গে সেই ক্যাফের কয়েকজনের ছবি শেয়ার করা হয়েছে।

_cafecourt_ এর পক্ষ থেকে সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ সকালে যখন আমরা সরকারী ছুটিতে আমাদের ক্যাফে খোলা রাখব কিনা তা নিয়ে বিতর্কে ব্যস্ত ছিলাম, সেই সময় আমরা জানতাম না যে আমরা বিরাট কোহলি, অনুষ্কা শর্মা এবং আমাদের তাঁর পরিবারকে আমাদের ছোট্ট ক্যাফেতে খাবার পরিবেশন করার এই অবিস্মরণীয় অভিজ্ঞতা লাভ করতে চলেছি।’ সেই ক্যাফেতে খাবার খাওয়ার পর বিরাট কোহলি সেখানকার শেফদের সঙ্গে ছবি তোলেন। তাঁদের ধন্যবাদও জানান। সোশ্যাল মিডিয়ায় কোহলির এই সকল ছবি ভাইরাল হয়েছে।



এ বছরের ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছেলে অকায় কোহলির জন্ম লন্ডনে। এটাই বিরুষ্কার ছেলে অকায়ের প্রথম ক্রিসমাস। দিদি ভামিকার সঙ্গে ভালো সময় কাটাচ্ছে খুদে অকায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours