বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে। কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, কোথাও মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজনীতি পরে হবে, আগে তো সবাই হিন্দু।
বাঙালি হিন্দুরা এক হতে পারেনি, নন্দীগ্রামে আমি পেরেছি: শুভেন্দু অধিকারী
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগেই পেট্রাপোল সীমান্তে পৌঁছে গিয়েছিলেন প্রতিবাদ সভায়। আর এবার কলকাতা থেকে বাংলাদেশের সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। কোন কোন পণ্য ভারত থেকে বাংলাদেশে যায় সেই তথ্যও তুলে ধরেন তিনি। আর সেই প্রসঙ্গেই দাবি করেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা এক হতে পারেনি।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে। কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, কোথাও মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজনীতি পরে হবে, আগে তো সবাই হিন্দু। হিন্দুদের বাঁচাতে হবে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি বলেই দাবি করেন তিনি।
শুভেন্দু বলেন, “বাঙালি হিন্দুরা এখনও ঐক্যবদ্ধ হতে পারেনি। ভাবছেন এখানে হয়েছে, ওখানে তো কিছু হয়নি। অথচ রাজস্থান, উত্তর প্রদেশে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে। মহারাষ্ট্রেও হয়েছে। আমি আমার নির্বাচন কেন্দ্রে সবাইকে এক করে ফেলেছি। বলেছি, হিন্দু তুমি এক হও।” শুভেন্দুর দাবি, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলেন নন্দীগ্রামে। আর লোকসভা নির্বাচনে ৭২ ভাগ এক হয়েছে। কিন্তু গোটা বাংলায় তেমনটা হচ্ছে না। শুভেন্দুর অভিযোগ, এখানে একাধিক জায়গায় বিএসএফ-কে বেড়া করতে দেওয়া হয় না। পুজো করতে গেলে হাইকোর্টে যেতে হয়।
Post A Comment:
0 comments so far,add yours