বুধবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "কেদারধাম, বদ্রীধামের নকল হয় না। গীতাকে বদলে দেওয়া যায় না। পুরীধামেরও বদল করতে পারেন না।"


রাধারমণ দাসকে দেখে লজ্জা লেগেছে...', ইসকনের প্রতিনিধিকে কড়া কথা শুভেন্দুর


দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার ইসকন-এর প্রতিনিধি রাধারমণ দাস। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে বিভিন্ন সময় প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে রাধারমণ দাসকে। এক্স মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করে বারবার সরব হয়েছেন তিনি। সেই রাধারমণ দাসকেই এবার কড়া বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। বুধবার সেই মন্দির পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসন্ন অক্ষয় তৃতীয়ায় হবে উদ্বোধন। পুরীর আদলেই সব হবে সেখানে, তবে পান্ডার দৌরাত্ম থাকবে না, এ কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই মন্দির নির্মাণ নিয়েই মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পুরী মন্দিরের নকল করা যায় না।

বুধবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “কেদারধাম, বদ্রীধামের নকল হয় না। গীতাকে বদলে দেওয়া যায় না। পুরীধামেরও বদল করতে পারেন না। মমতাকে চ্যালেঞ্জ করছি, পুরী ধামের নকল আমরা মানব না। করে দেখুন।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours