চার মাসে জোড়া-রহস্যমৃত্যু! IIT খড়্গপুরে উদ্ধার আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ
আজই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে SSC? তাকিয়ে গোটা বাংলা
নিজের স্ত্রীকে ধারার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ক্ষতিপূরণ চাই না, স্থায়ী BSF ক্যাম্প চাই’, তৃণমূলের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাফরাবাদে মৃত চন্দনের দিদি
মুখ দেখাদেখিও বন্ধ ছিল, ২০ বছর পর ‘ভাব’ হচ্ছে উদ্ধব ও রাজ ঠাকরের? মহারাষ্ট্রে রাজনীতিতে জোর জল্পনা
ব্রিসবেনে তৃতীয় টেস্টে ভারত কিছুটা হলেও কঠিন পরিস্থিতিতে ছিল। সেখান থেকে জসপ্রীত বুমরা ও আকাশ দীপের অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সে ফলো অন এড়ানো এবং ড্র। সিরিজ এখনও সমতায়। মেলবোর্ন থেকেই সিরিজ টার্ন নিতে পারে। কিন্তু প্রশ্ন হল, চিন মিউজিক নাকি 'সচিন'!
মেলবোর্নে 'বক্স' খোলার অপেক্ষা, চিন মিউজিক নাকি 'সচিন', প্রশ্ন বেশকিছু
বড়-রাত পেরোলেই বড় ম্যাচ। মেলবোর্নে বাক্স খোলার অপেক্ষা। ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজ। শুরুটা হয়েছিল ভারতের জয়ে। যদিও অ্যাডিলেডে গোলাপি টেস্টে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে তৃতীয় টেস্টে ভারত কিছুটা হলেও কঠিন পরিস্থিতিতে ছিল। সেখান থেকে জসপ্রীত বুমরা ও আকাশ দীপের অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সে ফলো অন এড়ানো এবং ড্র। সিরিজ এখনও সমতায়। মেলবোর্ন থেকেই সিরিজ টার্ন নিতে পারে। কিন্তু প্রশ্ন হল, চিন মিউজিক নাকি ‘সচিন’!
পারথ টেস্টের দ্বিতীয় ইনিংস বাদ দিলে ভারতীয় ব্যাটিং আক্রমণে একমাত্র ধারাবাহিক বলা যায় লোকেশ রাহুলকে। যশস্বী জয়সওয়াল একটি সেঞ্চুরির পর লাগাতার ব্যর্থ। শুভমন গিলও হতাশ করছেন। সবচেয়ে বড় অস্বস্তি ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সুপারস্টার ব্যাটার বিরাট কোহলির ফর্ম। পারথে ছিলেন না রোহিত। অ্যাডিলেডে টিমের সঙ্গে যোগ দেন। মিডল অর্ডারে ব্যাটিং করছেন রোহিত। পুরনো পজিশনে ফিরলেও পারফর্ম করতে পারেননি। সম্মান পুনরুদ্ধারে নজর থাকবে রোহিতের দিকে।
বর্ডার-গাভাসকর ট্রফির এই সিরিজ অনেকের কাছেই টেস্টে শেষ হতে পারে। এমনকি বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলির জন্যও। ব্রিসবেনে রবিচন্দ্রন অশ্বিন হঠাৎ অবসর নেওয়ায় চাপ বেড়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার উপরও। বাকি দু-ম্যাচে আতসকাঁচেই থাকবেন বিরাটরা। পারথের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তার আগে রানের খরা চলছিল। সেই সেঞ্চুরির পরও একই অবস্থা। বারবার অফস্টাম্পের বাইরের ডেলিভারির ফাঁদে পড়ছেন। সেখান থেকে বেরোতে পারাটাই আসল।
Post A Comment:
0 comments so far,add yours