দ্বিতীয় সেমিফাইনালে দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল চন্দ্রকান্ত পন্ডিতের টিম। রবিবার টি-টোয়েন্টিতে ভারত সেরার লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে নজর কাড়লেন মধ্য প্রদেশ ক্যাপ্টেন।
ক্যাপ্টেনের অনবদ্য ইনিংস, ফাইনালে রাহানেদের সামনে ভেঙ্কটেশরা
সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ফাইনালিস্ট ঠিক হয়েছিল দুপুরের মধ্যেই। দ্বিতীয় ফাইনালিস্টও ঠিক হয়ে গেল। প্রথম সেমিফাইনালে বরোদাকে হারিয়ে ফাইনালে উঠেছিল মুম্বই। তাদের সামনে মধ্য প্রদেশ। দ্বিতীয় সেমিফাইনালে দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল চন্দ্রকান্ত পন্ডিতের টিম। রবিবার টি-টোয়েন্টিতে ভারত সেরার লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে নজর কাড়লেন মধ্য প্রদেশ ক্যাপ্টেন।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ। আইপিএলের সৌজন্যে রজত পাতিদারের হোমগ্রাউন্ড। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন মধ্য প্রদেশ অধিনায়ক রজত পাতিদার। প্রাথমিক ভাবে মনে হয়েছিল, সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে এমন সিদ্ধান্ত কি ঠিক? প্রথম ইনিংস শেষে পরিষ্কার হয়ে যায়, তাঁর সিদ্ধান্তই ঠিক। দিল্লিকে কোনও পার্টনারশিপই গড়তে দেননি মধ্য প্রদেশ বোলাররা। সবচেয়ে সফল ভেঙ্কটেশ আইয়ার। দু-ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেন ভেঙ্কি। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ১৪৬ রান করে দিল্লি।
Post A Comment:
0 comments so far,add yours