ইন্ডিয়ান কোস্টগার্ড হাতে ধরা পরল বাংলাদেশি দুটি মৎস্যজীবী টলার

দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনে দুটি বাংলাদেশী মৎস্যজীবী ট্রলারকে আটক করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। কিছুদিন আগেই বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে ফিশিং করার জন্য ভারতীয় কয়েকটি ডলারকে আটক করেছে বাংলাদেশ। মৎস্যজীবী সংগঠন এবং বঙ্গোপসাগরে কর্মরত কাকদ্বীপ নামখানা সহ উপকূলী এলাকার মৎস্যজীবীরা জানায় লায়লা টু এবং মেঘনাদ ফাইভ নামে দুটি বাংলাদেশী মৎস্যজীবী ট্রলার ভারতীয় জল সীমানায় ঢুকে ফিশিং করছিল। এমতাবস্থায় ভারতীয় উপকূল রুক্ষী বাহিনী ওই ট্রলার দুটিকে আটক করে। ওই দুটি ট্রলারে মোট ৭৮ জন বাংলাদেশী মৎসজীবী রয়েছে।

কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে উড়িষ্যার কাছে পারাদ্বীপ বন্দরে ওই মৎস্যজীবীদের রাখা হয়েছে এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ চলছে। 


স্টাফ রিপোর্টার মুন্না সরদারের 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours