কঠোর শাস্তি হতে পারে ফিরহাদের? তৃণমূলের বিবৃতিতে শুরু জল্পনা


 ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। এক্স হ্যান্ডলে সুকান্ত মজুমদার লেখেন, "এটা শুধু ঘৃণা ভাষণ নয়, ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির ব্লুপ্রিন্ট।" সিপিএম-ও এই নিয়ে শাসকদলকে খোঁচা দেয়। বিরোধীরা শুধু নয়, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও আক্রমণ করেন ফিরহাদকে। তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরও ফিরহাদকে খোঁচা দেন। এবার ফিরহাদের মন্তব্যের নিন্দা করে বিবৃতি দিল তৃণমূল।



কঠোর শাস্তি হতে পারে ফিরহাদের? তৃণমূলের বিবৃতিতে শুরু জল্পনা
ফিরহাদ হাকিম


সরব হয়েছেন বিরোধীরা। এমনকি, দলের একাধিক বিধায়কও মুখ খুলেছেন। এবার কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ‘সংখ্যাগুরু’ মন্তব্যের নিন্দা করল তৃণমূল কংগ্রেস। এই ধরনের মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানানো হল।


শনিবার ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু, দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”

রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি। এক্স হ্যান্ডলে সুকান্ত মজুমদার লেখেন, “এটা শুধু ঘৃণা ভাষণ নয়, ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির ব্লুপ্রিন্ট।” সিপিএম-ও এই নিয়ে শাসকদলকে খোঁচা দেয়। বিরোধীরা শুধু নয়, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও আক্রমণ করেন ফিরহাদকে। তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরও ফিরহাদকে খোঁচা দেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours