মাস চারেক আগে শুভজিৎকে বিয়ে করেছিলেন অদিতি। অদিতির বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানি নালা এলাকায়। সেখানে লালনমেলা হচ্ছিল। স্বামীকে নিয়ে লালন মেলায় গিয়েছিলেন অদিতি।


সবে চার মাস বিয়ে হয়েছে, চলছে 'হানিমুন পিরিয়ড', তা বলে ভরা লালন মেলার মাঝেই... কৃষ্ণনগরের ঘটনা এখন লোকের মুখে মুখে
কৃষ্ণনগরের মেলা (ফাইল ছবি)


 মাত্র চার মাস বিয়ে হয়েছে। নবদম্পতি গিয়েছিলেন গ্রামেরই লালন মেলা দেখতে। স্বামীর হাত ধরে মেলায় ঘুরছিলেন। ভরা মেলায় তাঁদের যে কেউ অনুসরণ করছিল, তা খেয়ালও করেননি তাঁরা। আচমকাই বছর পঁচিশের অদিতির ওপর পিছন থেকে হামলা। ধারাল অস্ত্র নিয়ে কোপাতে থাকেন এক যুবক। বাঁচাতে গিয়ে অস্ত্রের কোপ খান তাঁর স্বামীও। ঘটনার আকস্মিকতার ঘোর কাটিয়ে প্রত্যক্ষদর্শীরা বাঁচাতে এগিয়ে যান। কিন্তু অস্ত্র থাকায় তাঁরাও বিশেষ কিছু করতে পারছিলেন না। যতক্ষণে অভিযুক্তকে বাগে আনা যায়, ততক্ষণে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছেন নবদম্পতি। কৃষ্ণনগরের ঘূর্ণিপানি নালার কাছে ভয়ঙ্কর ঘটনা। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম শুভজিৎ ঘোষ এবং তার স্ত্রী অদিতি ঘোষ।

জানা গিয়েছে, মাস চারেক আগে শুভজিৎকে বিয়ে করেছিলেন অদিতি। অদিতির বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানি নালা এলাকায়। সেখানে লালনমেলা হচ্ছিল। স্বামীকে নিয়ে লালন মেলায় গিয়েছিলেন অদিতি।

জানা যাচ্ছে, অদিতির সঙ্গে অভিযুক্ত তাপস প্রামাণিকের বিয়ের আগে সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের অবনতি হয়। প্রেম ভেঙে যাওয়ার পর শুভজিৎকে বিয়ে করেন অদিতি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, শুভজিৎকে বিয়ে করাতেই অদিতির ওপর আক্রোশ ছিল তাপসের। পুলিশ অভিযুক্ত তাপসকে আটক করেছে।

এদিকে, আক্রান্তদের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় আহতদের জেলা শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে শুভজিৎ ঘোষকে জেলা শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাপসকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে কী কারণে এই ঘটনা ঘটেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours