শনিবার ৫৫ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে পুরনো গাড়ি বিক্রির ওপরে জিএসটি (GST) হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা পুরনো গাড়ি কিনতে চলেছেন, তাদের খরচ বাড়তে চলেছে।
নতুন বছরে গাড়ি কেনার প্ল্যান? এক ধাক্কায় বাড়ছে খরচ, এই খবর জেনে রাখুন
প্রতীকী চিত্র।
বাজেট কম, এদিকে যাতায়াতের জন্য গাড়ির দরকার। বাজেটের মধ্যে পুরনো গাড়ি কেনার বা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেছেন? তবে আপনার জন্য রয়েছে খারাপ খবর। কারণ কেন্দ্রীয় সরকার পুরনো গাড়ি বিক্রির উপর জিএসটি (GST)-র হার বাড়িয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, ব্যবহৃত গাড়ি কিনতে এখন আপনাকে আগের থেকে বেশি টাকা খরচ করতে হবে।
আজ, শনিবার ৫৫ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে পুরনো গাড়ি বিক্রির ওপরে জিএসটি (GST) হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা পুরনো গাড়ি কিনতে চলেছেন, তাদের খরচ বাড়তে চলেছে। এবার বেশি দাম পড়বে পুরনো গাড়ির। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই সিদ্ধান্তের প্রভাব ইলেকট্রিক গাড়িতেও দেখা যাবে।
জানা গিয়েছে, রাজস্থানের জয়সালমীরে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে পুরনো এবং ব্যবহৃত যানবাহনের উপর করের হার বাড়ানো হয়েছে। এর আগে সরকার পুরনো গাড়ির উপরে ১২ শতাংশ হারে জিএসটি নিত। আজকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ১৮ শতাংশ হারে কর আদায় করা হবে।
এই নিয়ম শুধুমাত্র পেট্রোল-ডিজেল গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বরং সিএনজি ও ইলেকট্রিক গাড়িতেও একই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ পুরানো ইভি বা ইলেকট্রিক ভেহিকল কিনলেও ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে।
Post A Comment:
0 comments so far,add yours