আর সেই কৃতিত্বে ভাগ বসিয়ে সুকান্ত মজুমদারের জেলাকে পিছনে ফেলে দিয়েছে নদিয়া দক্ষিণ জেলা (যার মধ্যে পড়ে রানাঘাট লোকসভা কেন্দ্র)। সদস্য সংগ্রহে শুরু থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে লড়াই চলছিল নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার। সূত্রের খবর, গত শনিবার পর্যন্ত নদিয়া দক্ষিণ জেলার সদস্য সংগ্রহ ছিল ১ লক্ষ ১৩ হাজার।


ফার্স্ট বয় কে? লড়াই ক্রমেই তীব্র হচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে
বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ নিয়ে চর্চা চলছেই রাজনৈতিক আঙিনায়


 ফার্স্ট বয় কে? জোর টক্কর পদ্ম শিবিরে। সূত্রের খবর, লড়াই চলছে দক্ষিণ দিনাজপুর আর নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মধ্যে। সদস্য সংগ্রহে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর (যার মধ্যে বালুরঘাট লোকসভা কেন্দ্র পড়ে) জেলা। এক লক্ষের বেশি সদস্য সংগ্রহ করে রাজ্যের প্রথম হওয়ার জন্য জেলার বিভিন্ন স্তরের পদাধিকারী আর কর্মীদের অভিনন্দন জানিয়েছে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন ওই জেলা থেকে সংসদ সদস্য হওয়া তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আর সেই কৃতিত্বে ভাগ বসিয়ে সুকান্ত মজুমদারের জেলাকে পিছনে ফেলে দিয়েছে নদিয়া দক্ষিণ জেলা (যার মধ্যে পড়ে রানাঘাট লোকসভা কেন্দ্র)। সদস্য সংগ্রহে শুরু থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে লড়াই চলছিল নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার। সূত্রের খবর, গত শনিবার পর্যন্ত নদিয়া দক্ষিণ জেলার সদস্য সংগ্রহ ছিল ১ লক্ষ ১৩ হাজার। তার তুলনায় ১০২ জন বাড়তি সদস্য সংগ্রহ করে এক নম্বরে ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। সেই হিসাব নিকাশ সব বদলে গিয়েছে। 

সূত্রের খবর, রবিবার রাত পর্যন্ত হিসাব অনুসারে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সদস্য সংগ্রহ হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৮৭০ জন। দক্ষিণ দিনাজপুর জেলার সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৫৩৭ জন। সদস্য সংগ্রহে নিয়মিত সব তথ্য কেন্দ্রীয়ভাবে জমা পড়ে একটি অ্যাপে। কোন জেলা এগিয়ে কোন জেলাই বা পিছিয়ে, সেখানেই এই হিসাব নিকেশ মিলেছে। 

এদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যও স্বীকার করে নিয়েছেন আগে দক্ষিণ দিনাজপুর এক নম্বরে থাকলেও এখন নদিয়া সাংগঠনিক জেলা প্রথম। এটা সুস্থ প্রতিযোগিতা। তবে এই বিষয়টি প্রকাশ্যে চলে আসা নিয়ে দলের বিচ্যুতি বলেই মন্তব্য করেছেন শমীক। তাঁর মতে, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। কী করে বাইরে আসছে, কোথায় কত সদস্য হচ্ছে তা জানার কথা নয়। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours