গঙ্গাসাগরে গান্ধী স্মৃতি কাপ ২০২৪-এর চ্যাম্পিয়ন দল হলো সাগর থানা এবং রানার্স আপ দল হলো ফ্রেন্ডস এন্ড আড্ডা মন্দিরতলা
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কৃষ্ণনগরের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দানে গান্ধী স্মৃতি সংঘ ক্লাবের পরিচালনায় শুরু হয়েছিল গান্ধী স্মৃতি কাপ ২০২৪ এর ১৬ দলীয় নাইন সাইড ফুটবল টুর্নামেন্ট,এই খেলার নিয়মাবলী ছিলো ৯ জন প্লেয়ারের মধ্যে সাগর ব্লকের ৬ জন প্লেয়ার খেলবে এবং বহিরাগত তিনজন প্লেয়ার থাকবে, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা,গান্ধী স্মৃতি কাপ ২০২৪ এর ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে,একটি দল হলো সাগর থানা এবং অপর একটি দল হলো ফ্রেন্ডস এন্ড আড্ডা মন্দিরতলা,
ওই ফাইনাল খেলাতে দুটি দল একটি করে গোল করে,এরপর ট্রাইবেকার এর মাধ্যমে গান্ধী স্মৃতি কাপ ২০২৪ এর ফাইনাল খেলার নিষপত্তি ঘটে,ট্রাইবেকারে ফ্রেন্ডস এন্ড আড্ডা মন্দিরতলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সাগর থানা,
ফাইনাল খেলার শেষে গান্ধী স্মৃতি কাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন দল সাগর থানার হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল ফ্রেন্ডস এন্ড আড্ডা মন্দিরতলা দলের হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়
এদিন ওই বিষয়ে গান্ধী স্মৃতি সংঘ ক্লাবের সভাপতি আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডলের
Post A Comment:
0 comments so far,add yours