নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, প্রতিবাদে পথে আদিবাসী মহিলারা
তেজপাতা আনতে গিয়েছিল, নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
ওয়েবেলে চাকরি দেওয়া হচ্ছে I-PAC কর্মীদের’, বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের
আমাদের নেতা’, অভিষেককে এভাবেই সম্বোধন করলেন বক্সী
হোলির রাতে রক্তে ভাসল কালিয়াচক! বাইক থামিয়ে কোপের পর কোপ, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের, হাসপাতালে দাদা
মেট্রো রেল সূত্রে খবর, শেষ মেট্রোয় গুণতে হবে অতিরিক্ত ভাড়া। আগামী ১০ ডিসেম্বর থেকে বর্ধিত ভাড়া দিতে হবে যাত্রীদের। মূলত, সিদ্ধান্ত হয়েছে রাত দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ যে শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ ও দমদম থেকে সেই মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ যা ভাড়া লাগে তার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা বেশি দিতে হবে।
মেট্রো রেল সূত্রে খবর, শেষ মেট্রোয় গুণতে হবে অতিরিক্ত ভাড়া। আগামী ১০ ডিসেম্বর থেকে বর্ধিত ভাড়া দিতে হবে যাত্রীদের। মূলত, সিদ্ধান্ত হয়েছে রাত দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ যে শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ ও দমদম থেকে সেই মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ যা ভাড়া লাগে তার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা বেশি দিতে হবে।
কেন বাড়ছে ভাড়া?
মূল মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যেহেতু রাতে অতিরিক্ত মেট্রো চালাতে হয়েছে। তার জন্য অন্যান্য খরচ বাড়ছে। সেই কারণেই দশ টাকা বর্ধিত ভাড়া গুণতে হবে যাত্রীদের।
Post A Comment:
0 comments so far,add yours