সাগরের উৎকর্ষ ভলিবল ২০২৫ এর শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
সাগরের MLA কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ এবং রানার্স আপ দল হলো গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পর্যটকের গাড়ি
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার জীবনের নতুন ইনিংস
বুমরা অপেক্ষা করছে’, কনসার্টের মাঝে কোল্ডপ্লে-র ক্রিস মার্টিন উচ্ছ্বসিত জসসিকে নিয়ে
বেলডাঙায় প্রায় ৮০ শতাংশ মানুষই মুসলিম। এই বেলডাঙাতেই রয়েছে রাজ্যের সবথেকে পুরনো মাদ্রাসা, যার বয়স প্রায় ১১১ বছর। তাই এই জায়গাকেই তিনি বেছে নিচ্ছেন বাবরি মসজিদ বানানোর জন্য।
'বেলডাঙায় বাবরি মসজিদ হবে, আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকে'
হুমায়ুন কবীর
বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ। জলসার মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার বিধানসভার সামনে দাঁড়িয়ে সেই ঘোষণার ব্যাখ্যা দিলেন বিধায়ক। কোনও রাজনৈতিক নেতা বা বিধায়ক নয়, এক ইসলাম ধর্মাবলম্বী হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি ট্রাস্ট তৈরি করে তার মাধ্যমেই মসজিদ তৈরি করবেন তিনি। সেই ট্রাস্টে থাকবেন বিভিন্ন মাদ্রাসার কর্তারা।
হঠাৎ কেন এমন একটি সিদ্ধান্ত? হুমায়ুন কবীর বলেন, “ইসলাম ধর্মাবলম্বী মানুষের আবেগে সাড়া দিয়ে আমি এই ঘোষণা করেছি। বাংলায় ৩৫ শতাংশ নাগরিক মুসলিম, মুর্শিদাবাদের ৭০ শতাংশ মানুষ মুসলিম। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে এই মসজিদ তৈরি করা হবে।”
বিধায়ক জানিয়েছেন, আগামী ২০২৫ সালের ৬ ডিসেম্বর সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর মসজিদের পূর্ণাঙ্গ রূপ দিতে সময় লাগবে ৩ থেকে ৫ বছর পর্যন্ত। অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল, তার থেকেও বড় মসজিদ তৈরি হবে বলে জানিয়েছেন।
Post A Comment:
0 comments so far,add yours