শীতের শুরুতেই নভেম্বরের শেষ সপ্তাহে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল বকখালিতে


স্বাভাবিক ছন্দে ফিরছে বকখালি। শীতকাল মানেই ভ্রমণ প্রিয় মানুষদের কাছে উপযুক্ত সময়। বছরের প্রত্যেক সিজন এই প্রত্যেক সপ্তাহে তেমন একটা পর্যটক লক্ষ্য করা না গেলেও সপ্তাহান্তে পর্যটকদের ভালোই লক্ষ্য করা যায়। 
এ বছর ডিসেম্বরের প্রথম থেকেই দক্ষিণবঙ্গের মানুষ অনুভব করতে শুরু করেছে শীতের আমেজ। আর শীত মানেই তো ভ্রমনের আমেজ, চড়ুইভাতির আমেজ। গ্রীষ্মকালে গরম এবং বর্ষাকালে আবহাওয়া খারাপ থাকার কারণে শীতকালে তুলনামূলকভাবে বকখালিতে পর্যটকদের ভিড় একটু বেশি লক্ষ্য করা যায়। 

আর এই বকখালি যেতে গেলে  কলকাতা থেকে নামখানা রেলওয়ে স্টেশন হয়ে যেতে পারেন অথবা বাসে কলকাতা ধর্মতলা থেকে সরাসরি বকখালি পৌঁছে যেতে পারেন।
বিগত বছরগুলোতে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু না থাকায় মানুষজনকে নৌকাতে করে পার হতে হতো কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ হয়ে যাওয়ার পরেই সরাসরি মানুষ পৌঁছে যেতে পারে কম খরচে বকখালিতে।

পর্যটক ---------

বকখালিতে পলি জমার কারণে জল অনেকটাই দূরে চলে গেছে। তবে স্থানীয় মানুষজন কিংবা সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা ব্যবসায়ীদের অভিযোগ বকখালি আগের মত সৌন্দর্য হারিয়ে ফেলেছে যার কারণে পর্যটকদের আগমন কম হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন তারা।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours