মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
মহিলা সুরক্ষা স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত 'অপরিচিতা বিল' আইন প্রণয়নের দাবিতে হাজার হাজার মহিলারা নামলো কাকদ্বীপে রাস্তা ।
শনিবার দিন দুপুরে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে নারী সুরক্ষার বিলের সমর্থনে রাস্তায় নামেন মহিলারা। কাকদ্বীপ ব্লক তৃনমূল কংগ্রেস তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়।
এই দিন দুপুরে কাকদ্বীপ বামুনের মোড় থেকে কাকদ্বীপ চৌরাস্তা পর্যন্ত মিছিল হয় এবং পরে কাকদ্বীপ বাসস্ট্যান্ডে এই বিলের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা। 'অপরিচিতা বিল' সংক্রান্ত বিষয় নিয়ে মিছিলের এই সভাতে বক্তব্য রাখেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। তবে এই দিন মিছিলে মেয়ে দের সংখ্যা চোখে পড়ার মত।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours