কেনসিংটন ওভাল বার্বাডোজে প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। এই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন ফিল সল্ট।
রিটেন না করে ভুল করল KKR? ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে জবাব ফিল সল্টের
রিটেন না করে ভুল করল KKR? ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়ে জবাব ফিল সল্টের
ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার ফিল সল্টের (Phil Salt) আইপিএলে কদর বিরাট। ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর টিমের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের ডিউটি থাকার ফলে ১৭তম আইপিএলের ফাইনালে খেলা হয়নি সল্টের। কিন্তু কেকেআরের (KKR) নির্ভরযোগ্য ওপেনার হিসেবে পুরো মরসুমে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। সেই সল্টকে আইপিএল মেগা নিলামের আগে রিটেন করেনি কেকেআর। এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে সল্ট কি কেকেআরকে জবাব দিলেন? নেটদুনিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সল্টের দুরন্ত সেঞ্চুরি নিয়ে আলোচনা চলছে। এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তিনটি সেঞ্চুরি করলেন। আর সবক’টিই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ৫৩ বলে শতরান পূরণ করেন সল্ট। ১৬.১ ওভারে রোমারিও শেফার্ডের বল বাউন্ডারিতে পাঠাতেই সেঞ্চুরি হয় তাঁর। শেষ অবধি ৫৪ বলে ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ১৯০.৭৪ স্ট্রাইকরেটে সেঞ্চুরি হাঁকানোর পথে সল্টের ব্যাটে এসেছে ৯টি চার ও ৬টি ছয়।
Post A Comment:
0 comments so far,add yours